Pakistan Super League: পাকিস্তান সুপার লিগের প্রথম এলিমিনেটরে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পথে অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন টপকে যান বাবর আজম।
গেইলের রেকর্ড ভাঙলেন বাবর। ছবি- এএফপি।
ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে পিএসএলের প্রথম এলিমিনেটরে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন পেশোয়ার জালমির ক্যাপ্টেন বাবর আজম। আগ্রাসী অর্ধশতরান করার পথে পাক তারকা ভেঙে দেন ক্রিস গেইলের একটি সর্বকালীন টি-২০ রেকর্ড।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েন বাবর। এতদিন এই রেকর্ড ছিল গেইলের নামে, যাঁকে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামাবাদের বিরুদ্ধে ১০টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৬৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন বাবর। এই ইনিংসের পরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে বাবরের সংগ্রহ দাঁড়ায় ৯০২৯ রান। উল্লেখযোগ্য বিষয় হল, বাবর ২৫৪ ম্যাচের ২৪৫টি ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। সব থেকে কম ইনিংসে ব্যাট করে তিনি টি-২০ ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করেন।
ক্রিস গেইল ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৯০০০ রান করেন ২৪৯টি ইনিংসে। তিনি আপাতত তালিকার দ্বিতীয় স্থানে চলে যান। তালিকার তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তিনি ২৭১টি ইনিংসে টি-২০ ক্রিকেটে ৯০০০ রান করেন। সুতরাং, ইনিংস সংখ্যার নিরিখে কোহলি বাবরের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন।
সব থেকে কম ইনিংসে ৯০০০ টি-২০ রান করা পাঁচ ক্রিকেটার:-১. বাবর আজম: ২৪৫টি ইনিংসে২. ক্রিস গেইল: ২৪৯টি ইনিংসে৩. বিরাট কোহলি: ২৭১টি ইনিংসে৪. ডেভিড ওয়ার্নার: ২৭৩টি ইনিংসে৫. অ্যারন ফিঞ্চ: ২৮১টি ইনিংসে
সার্বিকভাবে ইতিহাসের ১৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বাবর। তাঁর আগে এই নজির গড়েছেন ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস, রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাকালাম, কলিন মুনরো, এবি ডি'ভিলিয়র্স, জোস বাটলার, ডেভিড মিলার, শিখর ধাওয়ান ও মার্টিন গাপ্তিল। গেইল ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ১৪৫৬২ রান সংগ্রহ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।