
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। একটি রিপোর্টে বলা হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমস্ত তহবিল স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে এর কারণ হল ক্রীড়া সংস্থায় অন্তর্দ্বন্দ্ব। এই বিষয়ে কোনও সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে া বলেই এম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
স্পোর্টস্টারের একটি প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পরিচালক জেমস ম্যাক্লিওড তরফ থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পিটি ঊষাকে জানিয়েছেন যে অভ্যন্তরীণ বিরোধ এবং শাসন সংক্রান্ত সমস্যার কারণে আইওএর তহবিল স্থগিত করা হবে।
আরও পড়ুন… RCB কি গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিচ্ছে? IPL 2025 Mega Action-এর আগে এই কারণে জল্পনা শুরু
পিটি ঊষাকে পাঠানো একটি চিঠিতে এবং ভারত থেকে আইওসি সদস্য নীতা আম্বানিকে চিহ্নিত করে ম্যাক্লোয়েড বলেছেন, ‘আমাদের কাছে উপস্থাপিত পরিস্থিতি আমরা আবার সাবধানতার সঙ্গে পর্যালোচনা করেছি। কার্যনির্বাহী পরিষদের মধ্যে উত্থাপিত বেশ কয়েকটি পারস্পরিক অভিযোগ সহ IOA-এর মুখোমুখি সুস্পষ্ট চলতি অভ্যন্তরীণ বিরোধ এবং শাসন সংক্রান্ত সমস্যা রয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘এই পরিস্থিতি অনেক অনিশ্চয়তা তৈরি করে এবং এটার স্পষ্টীকরণের প্রয়োজন এবং তাই পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত, IOC এবং অলিম্পিক সংহতি অলিম্পিক স্কলারশিপ থেকে উপকৃত ক্রীড়াবিদদের সরাসরি অর্থপ্রদান ব্যতীত IOA কে কোন অর্থ প্রদান করবে না।’
আরও পড়ুন… SL vs WI 2nd T20I: এক ওভারে ছয়টি চার! নজির গড়লেন পাথুম নিশঙ্কা, উইন্ডিজকে ৭৩ রানে হারাল শ্রীলঙ্কা
একটি প্রেস রিলিজে, পিটি ঊষা আইও ট্রেজার এবং ভারোত্তোলন ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান সহদেব যাদবকে এই সাসপেনশনের জন্য দায়ী করেছেন। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বারবার অনুস্মারক সত্ত্বেও প্রয়োজনীয় বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল করতে IOA কোষাধ্যক্ষের ব্যর্থতার কারণে সৃষ্ট গুরুতর আর্থিক প্রতিক্রিয়ার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।’
গত কয়েক মাস ধরে, পিটি ঊষা এবং IOA কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে জনসমক্ষে বিবাদ হয়েছে। মাসিক ২০ লক্ষ টাকা বেতনে IOA সিইও হিসাবে রঘুরাম আইয়ারকে নিয়োগের করেছিলেন পিটি ঊষা। এরপরেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল। আসলে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এটা ভালোভাবে নেননি। সেপ্টেম্বরে, কার্যনির্বাহী পরিষদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে একটি ইমেল পাঠিয়েছিল যেখানে পিটি ঊষাকে ‘স্বৈরাচারী পদ্ধতিতে’ জাতীয় ফেডারেশন চালানোর অভিযোগ ছিল। পিটি ঊষা যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জবাব দেন।
আরও পড়ুন… ভাবছি ওদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাব- মায়াঙ্ক-নীতীশদের টেস্টে অভিষেক নিয়ে কী বললেন রোহিত শর্মা
আইওএ-তে বর্তমানে একটি দ্বন্দ্ব চলছে যেখানে কর্মকর্তাদের একটি অংশ সভাপতি পিটি ঊষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। ঊষা অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। IOA-তে চলতি ক্ষমতার লড়াই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মেরি কম পিটিআই-কে বলেন, ‘আমি IOA-এর কাজের সঙ্গে জড়িত নই। আমরা আইওএর সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। তারা আমার পরামর্শ শোনে না। আমি রাজনীতি জানি না এবং আমি কাউকে দোষ দিতে চাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports