বাংলা নিউজ > ময়দান > IPL 2023 Points Table: প্লেঅফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল DC, কারা এখনও আছে টপ ফোরে?
পরবর্তী খবর
IPL 2023 Points Table: প্লেঅফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল DC, কারা এখনও আছে টপ ফোরে?
2 মিনিটে পড়ুন Updated: 03 May 2023, 09:04 AM ISTSanjib Halder
যদিও আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিলে প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তবু মঙ্গলবার আইপিএলের ১৬ তম আসরের ৪৪তম ম্যাচের পর পয়েন্ট টেবিলে কোনও পরিবর্তন দেখা যায়নি। বলা ভালো গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটলসের ম্যাচের কোনও প্রভাব পয়েন্ট টেবিলের উপরে পড়েনি।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটলসের জয়ের পরের মুহূর্ত (ছবি-পিটিআই)
যদিও আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিলে প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তবু মঙ্গলবার আইপিএলের ১৬ তম আসরের ৪৪তম ম্যাচের পর পয়েন্ট টেবিলে কোনও পরিবর্তন দেখা যায়নি। বলা ভালো গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটলসের ম্যাচের কোনও প্রভাব পয়েন্ট টেবিলের উপরে পড়েনি। এই ম্যাচের আগে আইপিএলের দশটি দল যে জায়গায় ছিল, এই ম্যাচের পরে সেই দশটি দল একই জায়গায় রয়ে গিয়েছে।
মঙ্গলবার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তা এমন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল, যাদের জয় বা পরাজয় পয়েন্ট টেবিলে বিবেচ্য নয়। আসলে আইপিএল ২০২৩ এর ৪৪তম ম্যাচটি খেলা হয়েছিল টেবিলের শীর্ষে থাকা দলের সঙ্গে টেবিলের একেবারে নীচে থাকা দলের বিরুদ্ধে। যদিও এই ম্যাচে দিল্লি ক্যাপিটলস জিতেছে তাও টেবিলের দল গুলোর অবস্থান বদলায়নি। যদি এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস জিতত তাহলেও টেবিলের কোনও পরিবর্তন দেখা যে না। তবে হ্যা, এই ম্যাচ জেতার ফলে পরবর্তীতে টেবিলের দশ নম্বর থেকে উঠে নয় আসার সুযোগ তৈরি করল দিল্লি ক্যাপিটলস। আর যদি এই ম্যাচ গুজরাট জিতত তাহলে তারা প্লে অফে নিজেদের জায়গা মজবুত করতে পারত এবং বাকিদের থেকে এগিয়ে যেতে পারত। যদিও এই ম্যাচের পরে সেটি হয়নি।
গুজরাট টাইটানস বর্তমানে আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাদের অ্যাকাউন্টে বর্তমানে ১২ পয়েন্ট রয়েছে। হার্দিকের গুজরাট ছাড়া অন্য কোনও দলের খাতায় ১২ পয়েন্ট নেই। একই সময়ে, এই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের দুটি পয়েন্ট ছিল। এমন অবস্থায় জয়-পরাজয়ে কোনও পার্থক্যই তাদের উপর প্রভাব ফেলত না। আর এই ম্যাচের পরে সেটাই হয়েছে। দিল্লি দল ম্যাচ জিতেও এখনও ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে বসে আছে। তালিকার নবম স্থানে পৌঁছানোর জন্য দিল্লি দলের একটি বিশাল জয় দরকার ছিল, তবে তা সম্ভব হয়নি, কারণ দিল্লি ক্যাপিটলস দল মাত্র ১৩০ রান ডিফেন্ড করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।