বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > পুরনো টুর্নামেন্ট চালু,মহিলা ফুটবলে জোর, স্কুলের সিলেবাসে ফুটবল-বহু ভাবনা কল্যাণের

পুরনো টুর্নামেন্ট চালু,মহিলা ফুটবলে জোর, স্কুলের সিলেবাসে ফুটবল-বহু ভাবনা কল্যাণের

এআইএফএফ-এর নতুন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

কয়েক দিন পরই ভারতে শুরু মেয়েদের অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ। সেটা সুষ্ঠুভাবে করার পাশাপাশি মহিলা ফুটবলের উন্নয়নের জন্য বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন কল্যাণ চৌবে। এরই সঙ্গে কলকাতার দুই প্রধানের ব্যাপারে আলাদা করে পরিকল্পনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

কল্যাণ চৌবে সবে প্রেসিডেন্ট হয়ে ভারতীয় ফুটবলের দায়িত্ব নিয়েছেন। তবে সর্বভারতীয় ফুটবল সংস্থা যে ভাবে কালিমালিপ্ত হয়েছে, তা কাটিয়ে দ্রুত সংস্থার পুরনো গরিমা ফিরিয়ে আনতে মরিয়া সভাপতি কল্যাণ চৌবে। পাশাপাশি দায়িত্ব নেওয়ার দিনই জানিয়েছিলেন, ১০০ দিনের মধ্যে ভারতীয় ফুটবলের রোডম্যাপ প্রকাশ করবেন। তবে বৃহস্পতিবার দুপুরে শহরের একটি পাঁচতারা হোটেলে ক্লাব ফুটবল থেকে যুব দল, জাতীয় দল, মহিলা ফুটবল, ইয়ুথ ডেভেলপমেন্ট, সব কিছু নিয়েই খোলামেলা উত্তর দিলেন ফেডারেশনের নতুন সভাপতি। 

কয়েক দিন পরই ভারতে শুরু মেয়েদের অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ। সেটা সুষ্ঠুভাবে করার পাশাপাশি মহিলা ফুটবলের উন্নয়নের জন্য বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন কল্যাণ চৌবে। এরই সঙ্গে কলকাতার দুই প্রধানের ব্যাপারে আলাদা করে পরিকল্পনা করা হবে বলে তিনি জানিয়েছেন। তাঁর যেমন অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ফেরানোর পরিকল্পনা রয়েছে, তেমনই কাজে লাগানোর চেষ্টা করতে চান টেকনিক্যাল কমিটির বাইরে থাকা প্রাক্তন ফুটবলারদেরও।

আরও পড়ুন: ছন্নছাড়া ফুটবল, ১-৩ হেরে AFC Cup থেকে ছিটকে গেল বাগান

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কল্যাণ বলেছেন, ‘দুই প্রধানের বিরাট জন সমর্থন রয়েছে। ওদের যত জন সমর্থক, তত জনসংখ্যা বোধ হয় অনেক দেশেই থাকে না। আমি নিজেও দুই প্রধানে খেলেছি। এটা বলাই যায়, দুই প্রধানের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের। তবে আমরা দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আমাদের কাছে দুই প্রধানের যেমন গুরুত্ব, তেমনই এরিয়ান বা ভ্রাতৃ সঙ্ঘেরও গুরুত্ব রয়েছে। সবার দিকটাই আমাদের ভেবে চলতে হবে।’

ঐতিহ্যশালী ফেডারেশন কাপ বন্ধ হয়ে গিয়েছে। এ ছাড়াও রোভার্স কাপ-সহ একাধিক প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। ফেডারেশন কাপ নতুন করে সুপার কাপ হিসাবে চালু করা হলেও ফেডারেশন কাপের সেই গরিমা আর নেই। কল্যাণ বলেন, প্রাচীন প্রতিযোগিতাগুলি ফিরিয়ে আনার চেষ্টা করবেন তাঁরা। কল্যাণের কথায়, ‘অনেক প্রতিযোগিতা রয়েছে যেগুলি বিশ্বের যে কোনও ঐতিহ্যশালী প্রতিযোগিতার থেকে কোনও অংশে কম নয়। তাই শুধু পুরনো প্রতিযোগিতা ফেরানোই নয়, অনূর্ধ্ব-২১ জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতাও ভাল করে করব। সন্তোষ ট্রফি আরও ভাল ভাবে আয়োজন করতে চাই।’

আরও পড়ুন: প্রচারে রোহিতদের ধারেকাছে নেই, তবে পাকিস্তানকে হারিয়ে আসল কাজ করল মহিলা ফুটবল দল

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) সঙ্গে যৌথ ভাবে অনূর্ধ্ব-১৭ মহিলাদের লিগ চালু করতে চলেছে ফেডারেশন। পাশাপাশি ফুটবলে লিঙ্গ বৈষম্য দূর করতে ছেলেদের সঙ্গে মহিলা ফুটবলারের বেতনে একটি সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। তিনি বলেন, ‘সাইয়ের সঙ্গে মিলে আমরা ভারতে অনূর্ধ্ব -১৭ মেয়েদের লিগ চালু করতে চলেছি। মহিলাদের লিগে খেলা ফুটবলারদের জন্য একটা ন্যূনতম স্যালারি ক্যাপ নির্দিষ্ট করা হবে। পুরুষ এবং মহিলাদের ফুটবলে বেতনের খুব বেশি পার্থক্য থাকা উচিত নয়। একটা সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে।’

মহিলাদের ফুটবলের পাশাপাশি তৃণমূল স্তরে জোর দিতে চান ফেডারেশনের নতুন সচিব। এ বার থেকে স্কুলের সিলেবাসে জায়গা পাবে ফুটবল। এই নিয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও ছকে ফেলেছেন। কল্যাণ চৌবে বলেন, ‘তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে কেন্দ্রীয় স্কুলগুলোকে কাজে লাগানোর ভাবনা ফেডারেশনের। আমরা ভারত সরকারের শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। কেন্দ্রীয় সরকারের ১৬ লক্ষ স্কুল আছে। তার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া একটা ফুল সাইজ ফুটবল মাঠ। ২৫ কোটি ছাত্রছাত্রী এই স্কুলে পড়ে। গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনতে আলাদা অ্যাকাডেমি করার প্রয়োজন নেই। এই স্কুলগুলোকেই কাজে লাগানো যায়। স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকের সঙ্গে ফেডারেশনের একজন লাইসেন্সপ্রাপ্ত কোচকে জুড়ে দিতে হবে। তা হলে ৬ বছর বয়স থেকেই ফুটবলে হাতেখড়ি হয়ে যাবে। ফিফা এবং এএফসির ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য নির্ধারিত বয়স ৬-১২ বছর। সেখানে আমাদের এখানে শুরুই হয় ১২-১৩ বছর থেকে। স্কুলে আমরা ফুটবল চালু করতে পারলে এখানেও ৬ বছর বয়স থেকে ফুটবলের পাঠ শুরু হয়ে যাবে। প্রথম পদক্ষেপ হিসেবে যদি ১৬টা স্কুলেও এই প্রক্রিয়া চালু করা যায়, তা হলেও ভারতীয় ফুটবল অনেকটাই এগোবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দিল্লি এয়ারপোর্টে জরুরি অবতরণ সৌদি থেকে আসা বিমানের, ঘটনাস্থলে দমকলের ৪ গাড়ি ‘ডক্টরেট’ উপাধি পেলেন অভিনেত্রী মিঠাই, অভিনয়ের সঙ্গে বই পড়ার নেশাতেই কেল্লাফতে পাহাড়ের ঢাল বেয়ে মজার খেলায় মাতল ছোট্ট হাতি! কাণ্ড দেখে রীতিমতো থ নেটপাড়া আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২২ এপ্রিল ২০২৫ সালের রাশিফল রইল ইংল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক রোহিতই! কেন্দ্রীয় চুক্তি তালিকাতেই ইঙ্গিত BCCI-র মাধ্যমিকের ফলাফল কবে বের হতে পারে? মিলল আভাস, আর বেশি দেরি নেই! 'মেয়েদের গায়ে জোর করে...', অনুরাগের শাস্তি চেয়ে বিস্ফোরক অভিনেত্রী পায়েল মঙ্গলের বুকে ‘মাথার খুলি’র মতো পাথর! কীভাবে পৌঁছাল? কী বলছে নাসা কে বলে PSL-এ শুধু হেয়ার ড্রায়ার দেওয়া হয়?উপহারে সোনায় মোড়া আইফোন পেলেন এই তারকা উজ্জয়নীতে এলেন যশ, ‘রামায়ণ’ শুরু হওয়ার আগেই মহাকালেশ্বর মন্দির দর্শন অভিনেতার

Latest sports News in Bangla

Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী ‘মোহনবাগান জিতেই চলেছে! তাই সমর্থকদের কষ্টটা বুঝি…' সুপার কাপের আগে বলছেন ব্রুজো জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস হিমাংশুর! ভবিষ্যতের নীরজ চোপড়া পেয়ে গেল ভারত? ভারত সেরা হওয়ার পরে কত টাকা পেল ইস্টবেঙ্গলের মহিলা দল? ISL-র সঙ্গে কত পার্থক্য ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি গ্রহণ ক্রীড়ামন্ত্রীর! আদৌও সেটা হয়? কী আছে ফিফার প্রথায়?

IPL 2025 News in Bangla

গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন কৃতজ্ঞতা জানালেন হিটম্যান? শ্রেয়সের সামনে কোহলির সেলিব্রেশনই শেষ নয়! PBKSকেও এবার খোঁচা দিয়ে পোস্ট RCB-র নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন অভিষেকের ফেরায় কি বদলাবে KKR-র ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.