ইংল্যান্ডের ধাঁচে খেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৭ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিয়েছেন টাইগাররা। শুধু তাই নয়, একগুচ্ছ রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। সেই তালিকায় যেমন দলগত রেকর্ড আছে, তেমন ব্যক্তিগত রেকর্ডও আছে। কী কী রেকর্ড গড়েছে বাংলাদেশ, তা দেখে নিন -
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ রান পূরণ করল বাংলাদেশ। ৭.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যান লিটন দাস, রনি তালুকদাররা। গত ম্যাচেই যে রেকর্ড তৈরি হয়েছিল, সেটা বুধবার ভেঙে দিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫৩ বলে ১০০ রানের গণ্ডি টপকে গিয়েছিলেন ‘টাইগার’-রা।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। বুধবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১২৪ রান যোগ করেছেন লিটন এবং রনি। ৯.২ ওভারে সেই রানটা করেছেন। যে কোনও উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি গড়েন তাঁরা।
- এই প্রথম পুরুষদের টি-টোয়েন্টিতে টানা পাঁচটি সিরিজ জিতল বাংলাদেশ (তিনটি ইংল্যান্ডের বিরুদ্ধে, দুটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে)। এতদিন সর্বাধিক টানা চারটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেটা হয়েছিল ২০২১ সালে।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম অর্ধশতরান করলেন লিটন। মাত্র ১৮ বলে অর্ধশতরান পূরণ করেন। এতদিন যে রেকর্ড মহম্মদ আশরাফুলের দখলে ছিল। ২০০৭ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন।
- পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে দু'বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন শাকিব আল হাসান।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ
বুধবার বৃষ্টির জন্য বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৭। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে তিন উইকেটে ২০২ রান তোলে বাংলাদেশ। লিটন এবং রনি শুরুটা এতটাই বিধ্বংসী করেন যে ম্যাচে কার্যত দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৪১ বলে ৮৩ রান করেন লিটন। ২৩ বলে ৪৪ রান করেন রনি। ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন শাকিব। তোহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৪ রান (১৩ বল)।
বাংলাদেশকে দেখে মনে হচ্ছিল যেন প্রথম থেকেই আক্রমণের যে কৌশল নেয় ইংল্যান্ড, সেই পথেই হাঁটছেন টাইগাররা। সেই আক্রমণাত্মক মেজাজের ফলও মেলে। প্রথম ইনিংসেই ওই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। তবে সেজন্য একটুও ঢিলেমি করেনি বাংলাদেশ। বরং প্রথম ছয় ওভারের মধ্যে আয়ারল্যান্ডের ছয় উইকেট ফেলে দেয়। শেষপর্যন্ত নির্ধারিত ১৭ ওভারে নয় উইকেটে ১২৫ রান থেমে যান আইরিশরা। চার ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেন শাকিব। তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট নেন হাসান মাহমুদ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।