
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তিরন্দাজি বিশ্বকাপে ঐতিহাসিক সোনা জয় অভিষেক বর্মার। শনিবার প্যারিসে অনুষ্ঠিত বিশ্বকাপ স্টেজ-থ্রি'র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতীয় তারকা। শুট-অফে আমেরিকার ক্রিস স্কাফকে পরাজিত করে গোল্ড মেডেল গলায় ঝোলান অভিষেক।
বিশ্বকাপে অভিষেকের এটি দ্বিতীয় ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়। এর আগে ২০১৫ সালে পোল্যান্ডের রকলওয়ে বিশ্বকাপের স্টেজ-থ্রি'র ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতেছিলেন অভিষেক। তিনিই একমাত্র ভারতীয় পুরুষ তিরন্দাজ, যিনি বিশ্বকাপের কম্পাউন্ড ইভেন্টে দু'টি ব্যক্তিগত সোনা জিতলেন। এছাড়া ২০১৮ সালে সল্ট লেক সিটিতে একটি রুপোর পদকও জিতেছেন তিনি।
অভিষেক ওয়ার্ল্ড কাপ ফাইনালসে কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে দু'টি পদক জিতেছেন। ২০১৫ সালে মেক্সিকো সিটিতে রুপো জেতেন তিনি। ২০১৮ সালে স্যামসুনে জেতেন ব্রোঞ্জ।
চলতি প্যারিস বিশ্বকাপে এটি ভারতের প্রথম সোনা। অভিষেক ও ক্রিসের ফাইনালের স্কোর ১৪৮-১৪৮ পয়েন্টে টাই হয়। শুট-অফে ১০-৯ ব্যবধানে জয় তুেল নেন অভিষেক।
রবিবার ভারতের সামনে আরও তিনটি পদক জয়ের হাতছানি রয়েছে। রিকার্ভে দীপিকা কুমারি ও অতনু দাস মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন। তাঁরা নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন। মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টের ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত। দীপিকা রিকার্ভের ব্যক্তিগত বিভাগের সেমিফাইনালে উঠেছেন। তিনি লড়াইয়ে নামবেন মেক্সিকোর অ্যানা ভাজকোয়েজের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports