নবরাত্রি, দুর্গাপুজোর আবহেই মঙ্গলবার অসমের এসিএ বারসাপারা স্টেডিয়ামে শুরু হল ১৪তম মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আসর। দেশজুড়ে উৎসবের মেজাজ হলেও অসমের মন ভারাক্রান্ত। ভূমিপুত্র জুবিন গর্গকে অকালে হারানোর শোক এখনও ভুলতে পারেনি অসম। মন বিষন্ন, তবে কথায় আছে না ‘দ্য শো মাস্ট গো অন’। এদিন ম্যাচের মধ্যবর্তী অনুষ্ঠানে জুড়ে ছিলেন অসমের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ।
ভারত-শ্রীলঙ্কা খেলার মাঝামাঝি বিরতির সময়, প্রখ্যাত বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল জুবিনকে উত্সর্গ করে ১৩ মিনিটের পারফরম্যান্সের মাধ্যমে ২৫ হাজার দর্শককে মুগ্ধ করে তুললেন। বিশ্বকাপের থিম সং, ‘ব্রিং ইট হোম’-এর পাশাপাশি একগুচ্ছ গান গাইলেন শ্রেয়া। যার মধ্যে সবচেয়ে বিশেষ ছিল প্রয়াত গায়কের জনপ্রিয় গান ‘মায়াবিনী রাতির বুকুত’।
প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা ‘জয় জুবিন দা!’ ব্যানার হাতে স্টেডিয়ামে হাজির হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গায়কের অকাল মৃত্যুর শোকে এখনও নিমজ্জিত অসম।
এদিনের অনুষ্ঠানে শ্রেয়া যখন জুবিনের আইকনিক গান ‘মায়াবিনী রাতির বুকুট" দিয়ে তার পারফরম্যান্স শেষ করেছিলেন। এসিএ বারসাপাড়া স্টেডিয়াম জুড়ে এদিন প্রতিধ্বনিত হল 'জুবিনদা অমর রহে’।
অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন দুর্গাপুজোর উৎসবের আবহের পাশাপাশি শোকনিমজ্জিত অসমের ভাবনাকে সম্মান জানাতে উদ্বোধনী অনুষ্ঠানটি নতুন করে ডিজাইন করেছিল। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ‘জুবিন গর্গের শোক এবং দুর্গাপুজো উৎসব (মহা অষ্টমী) এই দুটি চরম বিপরীত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা চেয়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানটি আমাদের মাটির সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।’
পাঁচ হাজার টিকিট একচেটিয়াভাবে জুবিন গর্গ ফ্যান ক্লাবের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল, দশ হাজার প্রশংসাসূচক পাস বিতরণ করা হয়েছিল, যা নিশ্চিত করেছে গায়কের ভক্তরা এই ঐতিহাসিক মুহুর্তের অংশ হতে পারে।
জুবিনের টানেই এদিন উদ্বোধনী ম্যাচে ২২,৮৪৩ জন দর্শক হাজির ছিলেন, যা মহিলা বিশ্বকাপের লিগ ম্যাচে সর্বকালীন রেকর্ড। ম্যাচ শুরুর আগে ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন তারকাদের সংবর্ধনা জানায় বিসিসিআই।

এদিন গানে গানে জুবিনকে শ্রদ্ধার্ঘ্য জানান, অসমের অপর ভূমিপুত্র পাপনও। জুবিনের অতুলনীয় উত্তরাধিকার এবং ভারতীয় সংগীতে চিরস্থায়ী প্রভাবকে সম্মান জানিয়েছে শিলং চেম্বার কোয়ার। তাঁদের কথায়, ‘জুবিন দা, যিনি আসাম ও ভারতের গর্ব ছিলেন এবং থাকবেন, আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে এই অঞ্চলের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা করি।’
গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় জুবিন গর্গের। এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে গায়কের পরিবার। দু-বার গায়কের ময়নাতদন্ত হয়েছে। সিটের তদন্ত সন্তোষজনক না হলে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেবে অসম সরকার, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।