একটি অনুষ্ঠানে হিন্দু ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করায় তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ আদালতের। রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ু সরকারে মন্ত্রী তথা ডিএমকে নেতা কে পোনমুদি সম্প্রতি সনাতনী তিলককে 'সেক্স পজিশনের' সঙ্গে তুলনা করেছিলেন। পোনমুদির বিরুদ্ধে শৈব ও বৈষ্ণবদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। এই আবহে তাঁর বিরুদ্ধে মামলা হয় উচ্চ আদালতে। এহেন পরিস্থিতিতে ১৭ এপ্রিল মামলার শুনানি চলাকালীন মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দেয়, স্ট্যালিনের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে। (আরও পড়ুন: সংশোধিত WAQF আইনের জন্যে মোদীকে ধন্যবাদ জানালেন ‘সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুরা’)
আরও পড়ুন: এপারের সংখ্যালঘুদের নিয়ে ঢাকার 'উদ্বেগের' আবহে ওয়াকফ নিয়ে কী বলল ভারত?
পোনমুদির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাদ্রাজ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ডিজিপির কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে আদালত। আদালত পুলিশকে বলেছে, এফআইআর দায়ের না করা হলে প্রশাসনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে আদালত। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় খালাস পেয়েছিলেন পোনমুদি। তবে এরই মধ্যে এই তামিল মন্ত্রীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ফের বিপাকে তিনি। (আরও পড়ুন: সীমান্ত এলাকায় যেখানে হিন্দু কম, সেখানে তাঁদের অস্ত্র রাখতে দেওয়া হোক: শুভেন্দু)
আরও পড়ুন: কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের?
বৃহস্পতিবার শুনানি চলাকালীন আদালত কক্ষে পোনমুদির বক্তব্য বাজানো হয়েছিল। এরপরই আদালত জানায়, তাঁর এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আদালত বলেছে, মন্ত্রী পদে থাকা ব্যক্তির এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। আদালত বলেছে, পোনমুদির কথা কামান থেকে ছোড়া তীরের মতোই। এই নিয়ে এখন ক্ষমা চাওয়ার কোনও মানে হয় না। আদালত বলেছে, অন্য কেউ যদি এমন মন্তব্য করে থাকেন, তাহলে এতদিনে তাঁর বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের হয়ে যেত। এদিকে এই গোটা বিতর্কে সরব গেরুয়া শিবির। বিজেপির দাবি, পোনমুদিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। (আরও পড়ুন: বেলজিয়ামে ধৃত মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো যাবে? কী বলছে MEA?)
আরও পড়ুন: ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউরকে নিয়ে পাকিস্তানকে 'রিমাইন্ডার' দিল ভারত
কী 'জোক' বলেছিলেন তামিল এই মন্ত্রী?
'এক ব্যক্তি যৌনকর্মীর কাছে যায়। সেই সময় সেই ব্যক্তিকে যৌনকর্মী জিজ্ঞেস করে, সেই শৈব এবং বৈষ্ণব। সেই প্রশ্নের অর্থ ও কারণ বুঝতে পারে না ব্যক্তিটা। তখ সেই যৌনকর্মী ব্যক্তিকে বোঝায় য সে 'পাট্টাই' পরে (অনুভূমিক তিলক, শৈব ধর্মের সাথে যুক্ত) নাকি 'নমম' (উল্লম্ব তিলক, বৈষ্ণবধর্মের সাথে সম্পর্কিত)। এরপর যৌনকর্মী ব্যাখ্যা করেন যে, যদি সে শৈব হয়, তাহলে তার সেক্স পোজিশন হবে 'শুয়ে', আর যদি বৈষ্ণব হয়, তাহলে তার যৌন অবস্থান হবে 'দাঁড়ানো'।'