কয়েকদিন আগেই ভারতে এসে বাংলাদেশে হিন্দু অত্যাচার ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। তবে তুলসির সেই মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছিল মহম্মদ ইউনুসের সরকার। তুলসির বিরুদ্ধে প্রতিক্রিয়াও দিয়েছিল ঢাকা। শুধু তাই নয়, ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসে নিযুক্ত বাংলাদেশিদের দিয়ে তুলসির বিরুদ্ধে বিবৃতি পোস্ট করানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যার জেরে চাকরি গিয়েছিল সেই অভিযুক্ত বাংলাদেশিদের। এত কিছু করলেও কাজের কাজ করেনি ইউনুস। ফের একবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু এক পরিবার। এই আবহে আঙুল উঠেছে বিএনপির দিকে। (আরও পড়ুন: ক্রমেই গরম বাড়বে কলকাতায়, এরপর বাংলার কোথায় আর কবে বৃষ্টি হবে?)
আরও পড়ুন: নাগপুর হিংসার ‘মূলচক্রী’ ফাহিম খানের বাড়িতে বুলডোজার চালাল পুরসভা
অভিযোগ, সিলেট শহরে একটি হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয় সম্প্রতি। শুধু তাই নয়, সেই পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই আবহে শিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এক বিএনপি নেত্রীর নামে। অভিযোগকারী অসীম কুমার দাসের দাবি, সিলেট মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক তথা ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি জেসমিন বেগম ও তার ভাই কামাল আহমেদ তাদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ইট ছোড়া হয়। হকিস্ট্রিক ও কাঠের স্কেল দিয়ে অসীমবাবুর মা-বাবাকে মারধর করা হয়। বাড়ি খালি করতে হুমকি দেওয়া হয়। এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস দাবি করেন, তারা হিন্দু পরিবারের পাশে আছে। ৫ সদস্যের দলীয় তদন্ত কমিটি গঠনেরও কথা বলেন তিনি। (আরও পড়ুন: সেনা প্রধান নিয়ে 'সারজিস বনাম হাসনাত' বিতর্কে পুড়েছে মুখ, ক্ষমা চাইল নাহিদের দল)