বাংলা নিউজ > টুকিটাকি > Janmashtami 2025 Wishes: জন্মাষ্টমীতে পরিচিতদের শুভেচ্ছা জানিয়ে কী লিখবেন ভাবছেন? রইল সেরা ১০ বার্তা
পরবর্তী খবর
জন্মাষ্টমীর শুভ লগ্নে প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান কমবেশি সকলেই। কিন্তু শুভেচ্ছাবার্তায় কী লিখলে তিনি খুশি হবেন বা কী লেখা উচিত, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। হোয়াটসঅ্যাপ বা মেসেজে লিখে যদি শুভেচ্ছা জানাতে চান, তাহলে এখান থেকে দেখে নিতে পারেন দশটি সেরা মেসেজ।
জন্মাষ্টমী ২০২৫-এর সেরা দশ বার্তা
- শ্রীকৃষ্ণের বাঁশির সুর যেমন মনকে শান্তি দেয়, তেমনই আপনার জীবন ভরে উঠুক শান্তিতে। তাঁর প্রেমময় লীলা আপনাকে জীবনের সঠিক পথ দেখাক। শুভ জন্মাষ্টমী!ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হোক। মাখনের মিষ্টি স্বাদের মতো আপনার জীবন হোক মধুর। শুভ জন্মাষ্টমী।
আরও পড়ুন - জন্মাষ্টমীতে পরিচিতদের শুভেচ্ছা জানিয়ে মেসেজে কী লেখা শুভ? দেখে নিন এখানে
- নন্দলালার আশীর্বাদে আপনার পরিবারে আসুক সুখ ও সমৃদ্ধি। সব দুঃখ দূর হয়ে যাক তাঁর কৃপায়। শুভ জন্মাষ্টমী।
- এই জন্মাষ্টমীতে রাধা-কৃষ্ণের মতো আপনার ভালোবাসাও অমর হোক। প্রেম ও ভক্তির এই উৎসবে মন ভরে উঠুক আনন্দে। শুভ জন্মাষ্টমী।
- কংসকে বধ করে শ্রীকৃষ্ণ যেমন ধর্ম রক্ষা করেছিলেন, তেমনই আপনার জীবনেও ধর্মের জয় হোক। সকল অশুভ শক্তি দূর হয়ে আপনার জীবন হোক শান্তিময়। শুভ জন্মাষ্টমী।
- কৃষ্ণ লীলার প্রতিটি ক্ষণ যেমন আনন্দময়, তেমনই আপনার জীবন হোক হাসিখুশি। এই জন্মাষ্টমী আপনার জন্য বয়ে আনুক অফুরন্ত আনন্দ। শুভ জন্মাষ্টমী।
- জন্মাষ্টমীর এই দিনে গোপাল ঠাকুরের আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকুক। আপনার ঘরে আসুক শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা। শুভ জন্মাষ্টমী।
- শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান যেমন অর্জুনকে পথ দেখিয়েছিল, তেমনই শ্রীকৃষ্ণের বাণী আপনাকে দিক জীবনের সঠিক দিকনির্দেশনা। শুভ জন্মাষ্টমী।
আরও পড়ুন - কোটি কোটি একাদশীর পুণ্য লাভ হয় জন্মাষ্টমীর এক উপবাসে! শুধু মানতে হয় এই নিয়ম