পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Janmashtami 2025 Wishes: জন্মাষ্টমীতে পরিচিতদের শুভেচ্ছা জানিয়ে মেসেজে কী লেখা শুভ? দেখে নিন এই সেরা ১০টি
শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী বহু মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করে থাকেন। প্রিয়জন ও পরিচিতদের এই দিন শুভেচ্ছা জানানোর রীতিও প্রচলিত রয়েছে। পুজো শুরুর আগে বা পুজোর সময় পরিচিতদের কাছ থেকে একটি মেসেজ এলে অনেকেরই বেশ ভালো লাগে। কিন্তু মেসেজে কী লিখবেন? এখানে রইল সেরা দশটি মেসেজ। বেছে নিতে পারেন এখান থেকেই।
জন্মাষ্টমী ২০২৫-এর সেরা দশ বার্তা
- জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দময়। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার প্রতিটি দিন। শুভ জন্মাষ্টমী।
- নন্দের নন্দন ননীচোর শ্রীকৃষ্ণ আপনার সকল দুঃখ হরণ করুন। তাঁর বাঁশির সুরে ভরে উঠুক আপনার মন ও প্রাণ। শুভ জন্মাষ্টমী।
আরও পড়ুন - কোটি কোটি একাদশীর পুণ্য লাভ হয় জন্মাষ্টমীর এক উপবাসে! শুধু মানতে হয় এই নিয়ম
- যশোদার নন্দন ও রাধার প্রেয়সী শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জানাই শুভেচ্ছা। তাঁর কৃপায় আপনার জীবন হোক প্রেমময় ও সফল। শুভ জন্মাষ্টমী।
- জন্মাষ্টমীর এই শুভ দিনে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। গোপালের আশীর্বাদে আপনার ঘর ভরে উঠুক সুখে। শুভ জন্মাষ্টমী।
- শ্রীকৃষ্ণ যেমন গোপিনীদের মন জয় করেছিলেন, তেমনই আপনার মনও আনন্দে ভরে উঠুক। তাঁর লীলার মতো আপনার জীবন হোক বৈচিত্র্যময় ও সুন্দর। শুভ জন্মাষ্টমী।
- কৃষ্ণের প্রেম ও ভক্তি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করুক। তাঁর শিক্ষা আপনাকে সঠিক পথ দেখাক। শুভ জন্মাষ্টমী।
- এই জন্মাষ্টমী আপনার পরিবারে বয়ে আনুক নতুন আনন্দ ও উদ্দীপনা। সবাই মিলেমিশে উদযাপন করুন এই পবিত্র উৎসব। শুভ জন্মাষ্টমী।
আরও পড়ুন - জন্মাষ্টমীতে পেঁয়াজ রসুন খেলে পুজোয় কী বিঘ্ন ঘটে? আমিষ বলে? পুরাণ বলছে অন্য কথা
- জন্মাষ্টমীর এই বিশেষ দিনে প্রার্থনা করি, শ্রীকৃষ্ণ আপনার জীবনের সব বাধা দূর করুন। তাঁর কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা বর্ষিত হোক। শুভ জন্মাষ্টমী।
- রাধা-কৃষ্ণের প্রেম যেমন চিরন্তন, তেমনই আপনার জীবনেও ভালোবাসা চিরস্থায়ী হোক। এই পবিত্র দিনে আপনার হৃদয়ে জেগে উঠুক শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি। শুভ জন্মাষ্টমী।
- জন্মাষ্টমীর এই শুভক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন, একসঙ্গে সবাই মিলে শ্রীকৃষ্ণের জয়গান করি। শুভ জন্মাষ্টমী।