অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, যিনি রশ্মিকা মান্দান্নার সঙ্গে ডেটিং করছেন বলে খবর, তিনি স্বীকার করে নিয়েছেন যে, জীবনে বেড়ে ওঠা তাঁকে এই উপলব্ধি দিয়েছে যে, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে পর্যাপ্ত সময় ব্যয় করছেন না এবং তিনি নিজের এই স্বভাব বদলাতে চান।
সিনেমা বিকাতনের সঙ্গে কথোপকথনের সময় বিজয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি স্বীকার করেছেন যে, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চান। বিজয় বলেন, ‘সম্পর্ক সবকিছুর উর্ধ্বে। আমি গত দুই বছর ধরে আরও বেশি বুঝদার হয়েছি। জীবনটাও বাঁচতে শিখেছি। এর আগে আমি এমন ছিলাম না। গত দুই-তিন বছর আমার জীবনটা যেভাবে কেটেছে, তা আমার ভালো লাগেনি। আমি আমার মা, বাবা, আমার বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করিনি।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ একদিন আমি বুঝতে পারলাম। আমি এমন অনুভূতি পেতে চাই না। এখন আমি চেষ্টা করি আমার কাছের মানুষদের সময় দিতে। আমি আমার বন্ধুদের জন্য সময় বের করি, আমি আমার মা-বাবা, আমার সম্পর্কের জন্য সময় তৈরি করি।’
গত বছর কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছিলেন, তিনি সিঙ্গল নন। বিজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিঃশর্ত ভালবাসা এখনও বিদ্যমান কি না, যার উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি এখন জানি ভালবাসা কী! আমি জানি না এটি নিঃশর্ত কি না, কারণ আমার ভালোবাসা প্রত্যাশা নিয়ে আসে। এমন কোনো প্রেম (নিঃশর্ত ভালোবাসা) আছে বলে আমার জানা নেই... হয়তো আছে, হয়তো এটা আমার অজ্ঞতা। দিন শেষে ভালোবাসা পাওয়াটাই আসল। বাকি সবকিছুই অতি রোমান্টিক। আমি মনে করি প্রেমে শর্তসাপেক্ষ হওয়া ঠিক আছে।’
এই এপিসোডেই 'নেভার হ্যাভ আই এভার'-এর একটি গেমে অভিনেতা মেনে নেন এক সহ-অভিনেতার সঙ্গে ডেটিংয়ের কথা। স্বীকার করে দাবি করেন, তিনি সিঙ্গল নন। তিনি বলেন, 'আমি এর আগেও একজন সহশিল্পীর সঙ্গে ডেট করেছি। আমার বয়স ৩৫, আপনি কি মনে করেন আমি একা থাকব? আমাদের সবাইকেই কোনো না কোনো সময় বিয়ে করতেই হবে, যদি না তা না করার সিদ্ধান্ত নেয় কেউ।
গত কয়েক বছরে অভিনেতা রশ্মিকা মান্দান্নার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের। খবর যে, তাঁরা ২০১৮ সালের হিট সিনেমা গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের সিনেমা ডিয়ার কমরেডে একসঙ্গে অভিনয় করার পর থেকেই ডেটিং করছেন। রশ্মিকা প্রায়শই বিজয়ের বাড়ি থেকে ছবি পোস্ট করেন এবং তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠটা চোখে পড়ে। বিজয় বা রশ্মিকা যদিও কখনো এই ডেটিংয়ের গুজব নিয়ে কথা বলেননি।
বিজয় দেবেরাকোন্ডা সম্পর্কে:
বিজয়ের সম্প্রতি ডেঙ্গু ধরা পড়ে এবং সুস্থ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হন। তাঁর টিমের এক সদস্য জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা৷ তাঁকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে আপাতত সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে ফিরেছেন বাড়ি।
জার্সি খ্যাত গৌতম তিন্নানুরি পরিচালিত এবং এসনাগা ভামসি প্রযোজিত 'কিংডম'-এ এরপর দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডাকে। এটি একটি স্পাই থ্রিলার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এতে ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেব প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির জন্য নিজের চেহারায় অনেকটা বদল এনেছেন দক্ষিণী অভিনেতা।