বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি মুম্বইয়ে নিজের ‘সাহিবা’ গানের প্রচারে এসেছেন বিজয়। সেই গানেরই প্রচারের সময় সিঁড়ি থেকে একেবারে পপাত ধরণীতল বিজয়। ঘটনার আকষ্মিকতায় সকলেই চমকে ওঠেন। আরেকটু হলে গড়িয়ে নিচে পড়ে বড়সর চোট লাগতে পারত বিজয়ের। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত বিজয়ের টিমের সদস্যরা অভিনেতার পড়ে যাওয়ার ভিডিয়ো তুলতে নিষেধ করছিলেন। তবে কে কার কথা শোনে! নিমেষে লেন্সবন্দি হয় মুহূর্তটি। সেখানেই দেখা যাচ্ছে, সজোরে আওয়াজে উপস্থিত সকলেই চমকে উঠেছিলেন। তবে সঙ্গীরা বিজয়কে সিঁড়ি থেকে ধরে তোলেন।
আরও পড়ুন-‘হয়ত মা থাকলে বিষয়গুলি আমার কাছে আরও একটু সহজ হত…’ ছোট্ট ধীরকে বড় করা নিয়ে আবেগঘন ঋদ্ধিমা
জানা যাচ্ছে, ‘সাহিবা’ গানের প্রচারে বিজয় পৌঁছেছিলেন মুম্বইয়ের এক কলেজে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রাধিকা মদন। সেই কলেজ প্রাঙ্গনের সিঁড়িতেই পা পিছলে পড়ে যান দক্ষিণের এই সুপারস্টার। ইতিমধ্যেই এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্য়া বয়েছে। বিজয় অনুরাগীরা ঘটনার ভিডিয়ো দেখে উদ্বিগ্ন, অভিনেতা ঠিক আছেন তো? আরও একজন লিখেছেন, ‘এটা তো যেকোনও কারোর সঙ্গেই ঘটতে পারে।’ কারোর মন্তব্য, ‘উনি শুধুই পা পিছলে পড়েছেন, তাও ভালো কোনও আঘাত তো লাগেনি।’ উঠে এসেছে আরও অনেক মন্তব্য।
ঘটনার পর বিজয়কে অবশ্য উঠে এসে গাড়িতে উঠতেও দেখা যায়, আর তাতেই বোঝা যায়, তাঁর বড় কোনও চোট লাগেনি।
আরও পড়ুন-যেন অশ্বমেধের ঘোড়া! দেশব্যাপী কত আয় করল ‘বহুরূপী’? কোথায় দাঁড়িয়ে ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’?