সংবাদসংস্থা PTI সূত্রে খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘রবিবারও ভেন্টিলেশনেই রয়েছেন রশিদ খান। এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনই মুখ খুলতে চায় না শিল্পীর পরিবার।’
উস্তাদ রশিদ খান
বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী রশিদ খান। ব্রেইন স্ট্রোকের পর এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী? সংবাদসংস্থা PTI সূত্রে খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘রবিবারও ভেন্টিলেশনেই রয়েছেন রশিদ খান। এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনই মুখ খুলতে চায় না শিল্পীর পরিবার।’
বহুদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী। চিকিৎসার জন্য বেশকিছুদিন ধরেই বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর শনিবার হঠাৎ রশিদ খানের সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ৫৫ বছরের সঙ্গীতশিল্পী ভেন্টিলেশনে রয়েছেন।
রাশিদ খানের শারীরিক অবস্থার খবর নিতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কেউই ফোন তোলেননি। প্রসঙ্গত, চিকিৎসকরা বলছেন ক্যানসার ও ব্রেইন স্ট্রোক জনিত সমস্যা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। জানা যাচ্ছে, রাশিদ খানকে পর্যবেক্ষণে রেখেছেন মেডিসিন ও চিকিৎসকদের এক বিশেষ দল। তাঁকে দেখেছেন এক বিশেষ স্নায়ুচিকিৎসকও। তবে পরিস্থিতি যথেষ্ট জটিল বলেই জানা গিয়েছে।