
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একদিকে সকাল থেকেই ডানা আসার ভয়েতে গুটিয়ে রয়েছে বাঙালি। আমফান বা ফনীর অভিজ্ঞতা যেন ভুলেও ভোলার নয়। তবে যতই ঝড় আসার চিন্তা থাকুক, ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফলে চোখ না রাখলেই নয়। বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা চলে এল বৃহস্পতিবার ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই।
এবারেও কিন্তু টপার পজিশন থেকে নড়ানো গেল না ফুলকিকে। জি বাংলার এই মেগা শুরুর থেকেই বেশ ভালো নম্বর তুলছে। প্রথম পাঁচ থেকে নামেনি একবারও। এবারেও ৭.২ নম্বর পেয়ে ধরে রাখল টিআরপিতে বেঙ্গল টপারের পজিশন। তবে দ্বিতীয় স্থানে টক্কর হল গীতা এলএলবি আর কথার। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.৫ রেটিং। তিন নম্বরে নিম ফুলের মধু।
কথা-র কাছে স্লট হারালেও জগদ্ধাত্রীর উল্লেখ আলাদা করে করতেই হয়। কারণ আপাতত জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক এটি। এবারে রয়েছে চার নম্বরে। পেয়েছে ৬.২ রেটিং।
আর পাঁচ নম্বর দখলে রেখেছে তিন-তিনটে ধারাবাহিক। উড়ান, রোশনাই, শুভ বিবাহ পেয়েছে ৫.৮।
প্রথম: ফুলকি ৭.২
দ্বিতীয়: গীতা এলএলবি/ কথা ৬.৫
তৃতীয়: নিম ফুলের মধু ৬.৪
চতুর্থ: জগদ্ধাত্রী ৬.২
পঞ্চম: উড়ান/ রোশনাই/ শুভ বিবাহ ৫.৮
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে ৫.৭
সপ্তম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল ৫.৫
অষ্টম: রাঙামতি তীরন্দাজ ৫.০
নবম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ/ তেঁতুলপাতা ৪.৯
দশম: আনন্দী ৪.৬
আপাতত বাংলা সিরিয়ালের মধ্যে আরেকটি দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। যা দেখা যাচ্ছে স্টার জলসায়। এটির গল্প সম্প্রতিই বেশ অনেকখানি এগিয়ে গিয়েছে। দেখানো হচ্ছে বড় হয়ে গিয়েছে সোনা আর রূপা। কোনো এক দুর্ঘটনায় নিজের দৃষ্টি খুঁইয়েছে রূপা। সে মা-বাবার থেকে আলাদাও হয়ে গিয়েছে। এদিকে সোনা থাকে বাবার সঙ্গে। সূর্য আর দীপার মধ্যে এখনও ছাড়াছাড়ি। আর এই টুইস্ট দিয়েই বিগত কয়েক সপ্তাহে বেশ টিআরপি বাড়িয়ে নিয়েছে এই মেগা।
নতুনদের মধ্যে আনন্দীর রেটিং এই সপ্তাহে ৪.৬, রাঙামতি তীরন্দাজ ৫.০, দুই শালিক ৩.৩, তেঁতুলপাতা ৪.৯।
আর নন ফিকশনে সারেগামাপা পেয়েছে মাত্র ৩.৯। এদিকে দিদি নম্বর ১-এর সানডে এপিসোডের টিআরপি ৪.৯। মানে, রচনাকে নিয়ে যতই ট্রোল হোক সোশ্যাল মিডিয়ায়, া যে খুব একটা ছাপ ফেলেনি টিভির সামনে বসে থাকা মা-কাকিমাদের উপরে, সেটা টিআরপি রেটিং থেকেই স্পষ্ট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports