জনপ্রিয় অভিনেত্রী তানিশা চট্টোপাধ্যায় এই মুহূর্তে তাঁর জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, গত ৮ মাস তার জন্য খুবই কঠিন ছিল। এই ৮ মাসে তিনি ক্যানসারের কারণে তাঁর বাবাকে হারিয়েছেন। শুধু তাই নয়, তাঁর নিজেরও স্টেজ ৪ অলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়েছে।
আরও পড়ুন: হ্যাঁ, নিখিলকে বিয়ে করেছি, 'সহবাস' বিবৃতির বিতর্ক উসকে যা বললেন নুসরত!
আরও পড়ুন: বক্স অফিসে জোর টক্কর রজনীকান্ত ও হৃতিকের! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, ‘কুলি’ না ‘ওয়ার ২’?
অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, ‘গত আট মাস আমার জন্য অত্যন্ত কঠিন ছিল’। তবে এই পোস্টে তিনি কেবল তাঁর যন্ত্রণার কথা লেখার পরিবর্তে ভালোবাসার শক্তির কথা বলেছেন। তিনি লিখেছেন, 'গত আট মাস আমার জন্য খুবই কঠিন ছিল। ক্যানসারের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আট মাস আগে আমার নিজেরও স্টেজ ৪ অলিগো মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। কিন্তু এই পোস্টটি সেই খারাপ সময় সম্পর্কে নয়, বরং ভালোবাসার শক্তি নিয়ে কথা বলব।'
আরও পড়ুন: 'কী বেচে নায়িকা হয়েছ…', নাম না করে শ্বেতাকে কটাক্ষ? পাল্টা জবাব সৌমির
তিনি আরও বলেন, ‘আমার বন্ধুবান্ধব এবং পরিবার এই সময় আমার পাশে সব সময় ছিল। আমার ৭০ বছর বয়সী মা এবং ৯ বছর বয়সী মেয়ে, দু’জনেই পুরোপুরি আমার উপর নির্ভরশীল। কিন্তু এই অন্ধকারের মধ্যেও, আমি এত ভালোবাসা পেয়েছি যা সব সময় আমার সঙ্গে থেকে যাবে, ওঁরা আমাকে একা থাকতে দেয় না। যাতে আমি কখনওই একা বোধ না করি সেই চেষ্টা করে। এতটা ভালোবাসা আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে পেয়ে এসেছি। আমার পাশে থেকে ওঁরা যে ভাবে আমাকে সাহস জুগিয়েছেন, আমি আমার সব থেকে কঠিন দিনেও হাসতে বাধ্য হয়েছি।'
আরও পড়ুন: প্রথম সপ্তাহে ১৫ কোটি পার 'ধূমকেতু'র! ‘দেশু’ জ্বরে কাঁপছে বাংলার বক্স অফিস