২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। কখনও লহেঙ্গা, তো কখনও গাউনে সেজে উঠেছিলেন নায়িকা। তাঁর বিয়ের নানা মুহূর্তে নানা লুক সেই সময় নজর কেড়েছিল। তারপর তাঁদের এক সঙ্গে নানা অনুষ্ঠানেও দেখা যেত। শুধু তাই নয়, পার্লামেন্টেও সিঁদুর পরে বিয়ের পর নুসরতের দেখা মিলেছিল। তিনি পার্লামেন্টে গিয়ে নিজেকে ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দিয়ে শপথ গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: বক্স অফিসে জোর টক্কর রজনীকান্ত ও হৃতিকের! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, ‘কুলি’ না ‘ওয়ার ২’?
তবে দু-বছরের মাথাতে নুসরত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয় বরং ‘সহবাস’ করেছিলেন তিনি। তাই ‘বিবাহ-বিচ্ছেদ’-এর প্রশ্নই নেই। আর তাঁর এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছিল নানা বিতর্ক। মিমের বন্যা বয়ে গিয়েছিল। এবার এই সবটা নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী।
কী বললেন নুসরত জাহান?
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন নায়িকা। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আমি বিয়ে তো করেছি। হ্যাঁ, সেটা রেজিস্ট্রার হয়নি। সেটা ওঁরা পেপারে লিখে পাঠিয়েছিল। রেজিস্ট্রি করার সময় ছিল না। ওঁদের ওখান থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল যে যেহেতু এই বিয়েটা রেজিস্ট্রার করা হয়নি, তাই এটা বিয়ে নয়। সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি। তাই আমার কথা ভুল ভাবে পৌঁছে ছিল। তখন রটে গেল আমি নাকি বলেছি, ‘আমি বিয়ে করিনি’। আমি ভাবছি এটা কবে হল? গোটা ভারতবর্ষ যেটা দেখলো, সেটা আমি মিথ্যে কীভাবে বলতে পারি।’
তিনি আরও বলেন, ‘কোনও মূর্খই এমন কাজ করবে যে, সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে, সে কি কখনও বলতে পারে যে আমি বিয়ে করিনি। তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসতে হয়। সেটা স্বাভাবিক নয়। আমার মনে হয়, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল।’
প্রসঙ্গত, বর্তমানে এক সন্তানের মা তিনি। যশের সঙ্গে ঘুছিয়ে সংসারও করেছেন নুসরত। পাশাপাশি তিনি ও যশ একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। ইতিমধ্যেই এই সংস্থা থেকে তাঁদের দুটি ছবিও মুক্তি পেয়েছে।