‘দুপুর ঠাকুরপো’ সিরিজে দুষ্টু বৌদির রূপে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার একেবারে অন্যরকম একটি রূপে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। দুষ্টু মিষ্টি বৌদি নয় বরং এবার ‘প্রোমোটার বৌদি’ হয়ে আসতে চলেছেন স্বস্তিকা।
বিশ্বকর্মা পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় তাঁর আসন্ন ছবির একটি পোস্টার শেয়ার করে স্বস্তিকা লেখেন, ‘বিশ্বকর্মা পুজোয় বিশেষ বিশেষ ঘোষণা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, আসছে আমাদের নতুন বাংলা ছবি প্রোমোটার বৌদি। একটা মিষ্টি ঘরোয়া ছবি, নাচে, গানে, অ্যাকশনে মন মাতানো ছবি, যা দেখতে পাবেন পরিবারের সবার সঙ্গে। সিনেমা দেখতে দলে দলে দেখা হবে হলে হলে।’
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
স্বস্তিকার পোস্ট থেকে জানা যায়, ছবিটির পরিচালক এবং চিত্রনাট্যকার হলেন শৌর্য দেব। ছবির পোস্টার দেখে বোঝা যাচ্ছে, এবার আর দুষ্টু বৌদি রূপে নয়, একেবারে স্পষ্ট বক্তা প্রতিবাদী রূপে আসতে চলেছেন স্বস্তিকা। স্বস্তিকার এই নতুন রূপ দেখে ভীষণ খুশি ভক্তরা।
একজন লিখেছেন, ‘তোমাকে দেখে মিস্ত্রিরা কাজ করবে তো? নাকি কাজ পেলে সারাদিন তোমাকেই দেখতে থাকবে। পুরো প্রোমোটার সমাজ আতঙ্কে আছে গো।’ কেউ কেউ লিখেছেন, ‘অপেক্ষায় আছি, অনেক অনেক অভিনন্দন তোমাকে।’ কেউ আবার মজা করে লেখেন, ‘এইরকম প্রোমোটার দেখে যা দাম বলবে সেই দামে কাস্টমার ফ্ল্যাট কিনে নেবে তো, আমার পরম সুন্দরী প্রোমোটার।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
তবে শুধু স্বস্তিকা নন, গায়িকা ইমন চক্রবর্তীও এই নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। সঙ্গে ট্যাগ করেছেন অনুপম রায়কে। বোঝাই যাচ্ছে, স্বস্তিকার অনবদ্য অভিনয়ের পাশাপাশি শুনতে পাওয়া যাবে ইমন এবং অনুপমের যুগলবন্দী আরও একবার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্বস্তিকা জানিয়েছিলেন তাঁর অভিনীত ছবি ‘দেবীপক্ষ’ স্থান পেয়েছে ১৬ তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এই গর্ব শুধু স্বস্তিকার একার নয়, এই গর্ব গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির।