বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta Chakraborty: এক মহিলার দৃষ্টিভঙ্গি দিয়ে এক লেখিকার গল্প বলবেন সুদীপ্তা, বড়পর্দায় আসছে 'অহনা'
পরবর্তী খবর
Sudipta Chakraborty: এক মহিলার দৃষ্টিভঙ্গি দিয়ে এক লেখিকার গল্প বলবেন সুদীপ্তা, বড়পর্দায় আসছে 'অহনা'
1 মিনিটে পড়ুন Updated: 15 Dec 2023, 09:53 AM ISTSubhasmita Kanji
Sudipta Chakraborty: এবার লেখিকার চরিত্রে ধরা দেবেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি বহুদিন আগেই জানিয়েছিলেন যে তিনি মহিলা পরিচালকদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন।
এক মহিলার দৃষ্টিভঙ্গি দিয়ে এক লেখিকার গল্প বলবেন সুদীপ্তা
সুদীপ্তা চক্রবর্তীকে বরাবর একটু ছক ভাঙা, অন্য ধরনের ছবিতে দেখা গিয়েছে। এবারও তার অন্যথা হতে চলছে না। একজন লেখিকার চরিত্রে এবার বড় পর্দায় আসতে চলেছেন সুদীপ্তা। তাও একজন মহিলা পরিচালকের পরিচালনায়। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন যে তিনি মহিলা পরিচালকদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, তার কারণও তিনি ব্যাখ্যা করেছিলেন। এবার সেটা বড় পর্দায় ঘটতে চলেছে।
মহিলা পরিচালকের পরিচালনায় সুদীপ্তা
লেখিকা তথা পরিচালক প্রমিতা ভৌমিকের পরিচালিত প্রথম বড় ছবিতে কাজ করবেন সুদীপ্তা। যদিও এর আগে অভিনেত্রীকে প্রমিতার একটি শর্ট ফিল্মে দেখা গিয়েছিল এবার পালা ফিচার ফিল্মের। এই ছবিতেও উঠে আসবে একজন লেখিকার গল্প যেখানে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। ছবির নাম অহনা। নতুন কাজের বিষয়ে সুদীপ্তা জানিয়েছেন, 'এর আগে আমি এরম চরিত্র করিনি যেখানে একজন লেখিকার চরিত্রকে ফুটিয়ে তোলা হচ্ছে। একজন মহিলার দৃষ্টিভঙ্গি দিয়েই এখানে একজন লেখিকার গল্প দেখানো হবে। তাই এই গল্পটা আমায় এতট আকর্ষিত করেছিল।' তবে খালি এটা নয়, তিনি মহিলা পরিচালকদের প্রসঙ্গেও এর আগে জানিয়েছেন, 'টলিউডে মহিলা পরিচালকের সংখ্যা খুবই কম। তাই যে ছবি কোনও মহিলা পরিচালক পরিচালনা করেন সেটা বাড়তি একটা মনোযোগ আদায় করে নেয়।' ফলে এক্ষেত্রেও যে সেটার অন্যথা হয়নি বলাই বাহুল্য।
প্রমিতা ভৌমিক এর আগে দুটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন। তার মধ্যে একটিতে অভিনয় করেছিলেন সুদীপ্তা এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায় যা অনেকের থেকেই দারুণ প্রশংসা পেয়েছিল। এমনকি একাধিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছিল। এবার তাই তিনি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি আনতে চলেছেন।
অহনা ছবিতে সুদীপ্তার বরের চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত। শ্বশুরের চরিত্রে দেখা যাবে সৌম্য সেনগুপ্তকে। এছাড়া প্রিয়ব্রত সেন সরকার, ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবী ঘটককে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ১৫ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে। এই ছবির প্রসঙ্গে প্রমিতা জানিয়েছেন, 'গল্পে একজন লেখিকা, তার স্ট্রাগলকে তুলে ধরা হবে। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে সে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করে সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু।'