প্রতীক সেন ও সোনামণি সাহা বর্তমানে একসঙ্গে কাজ না করলেও, তাঁদের জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা। শুধু তাই নয়, মাঝে দুজনের প্রেম-চর্চা নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর এবার তা উসকে দিয়ে প্রতীকের সঙ্গে ছবি দিলেন সোনামণি। তবে এবার কি প্রেমে সিলমোহর দিলেন তাঁরা?
রবিবার রাতে সোনামণি তাঁর ইনস্টাগ্রামে প্রতীকের সঙ্গে দুটি ছবি তুলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ছবিগুলিতে কালো পোশাকে নজর কাড়েন নায়িকা। মুখে মেকআপের লেশ মাত্র ছিল না। গলায় হীরের ছোট্ট লকেট ও কানে হীরের দুল পরে হাসি মুখে ধরা দিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, প্রতীকের পরনে ছিল সাদার উপর সুতোর কাজ করা শার্ট।
আরও পড়ুন: রবিবারেও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! ১০ দিনে মোট কত আয় করল মোহিত সুরির ছবি?
তাঁদের ছবি দেখে অনুমান করা যায় খুব সম্ভবত রবিবার ডিনার ডেটে গিয়েছিলেন তাঁরা। প্রথম ছবিতে প্রতীককে পাশে নিয়ে হাসি মুখে সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর পাশে হাত দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে বসে ছিলেন নায়ক। আর একটি ছবিতে প্রতীকের গালে মাথা ঠেকিয়ে ধরা দেন সোনামণি, প্রতীকও ধরা দেন হাসি মুখে। ছবি দুটি পোস্ট করে নায়িকা লেখেন, 'তুমসা-হামসা'।
তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। ফের একবার শুরু হয়েছে তাঁদের প্রেমচর্চা। এই ছবিগুলিতে কমেন্ট করে এক নেটিজেন লেখেন, ‘প্রতীকদা কি তোমার প্রেমিক?’ আর একজন লেখেন, ‘নজর না লাগে যেন।’ আর একজন প্রতীকের নতুন মেগার প্রসঙ্গ টেনে লেখেন, 'দাদামণি, সোনামণি'। আর একজন লেখেন, ‘আমরা তো সবসময় এটাই দেখতে চাই। এটা না দেখলেই মনটা কেমন কেমন করে। খুব ভালো থেকো দু’জনে।' তবে এই ছবি পোস্ট করলেও তাঁরা প্রেমের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি। বরাবরই তাঁরা একে অপরকে ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন।
আরও পড়ুন: স্নাতক হলেন অজয়-কন্যা নাইসা! মেয়েকে নিয়ে আবেগে ভাসলেন মা কাজল
প্রসঙ্গত, ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। বছর দেড়েক যেতে না যেতেই আলাদা হয় পথ।

এরপরই সোনামণির নাম জড়াতে শুরু করে প্রতীকের সঙ্গে। মোহর ধারাবাহিকে তাঁদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, ‘একা-দোক্কা’তেও টিআরপি বাড়াতে প্রতীকের এন্ট্রি ঘটানো হয়েছিল। তবে সম্পর্ক নিয়ে যখনই প্রশ্ন এসেছে, তখনই তা নস্যাৎ করেছেন দু'জন।
কাজের সূত্রে, প্রতীকের নতুন মেগা 'দাদামণি' শুরু হয়েছে। চার বোনের সঙ্গে দাদার মিষ্টি বন্ধন নিয়ে এই গল্প। অন্যদিকে, সোনামণিকে বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা 'শুভ বিবাহ'তে দেখা যাচ্ছে।