সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী চলতি মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মালহোত্রা এবং আডবাণী পরিবার জুড়ে এখন খুশির হাওয়া। মেয়ে জন্মানোর পর, সিদ্ধার্থ এখনও ছুটিতেই আছেন। মেয়ে এবং স্ত্রীয়ের যত্ন নিচ্ছেন নায়ক। আর তার মাঝেই হঠাৎ অভিনেতা মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির। তবে সঙ্গে নেই কিয়ারা। তবে কাকে নিয়ে মন্দিরে গেলেন নায়ক?
আসলে মা-কে নিয়ে মন্দিরে গিয়েছেন নায়ক। তাঁরা দু'জনেই ভগবানের দর্শন করে পুজো দিয়েছেন। তাঁদের মন্দির দর্শনের সেই ভিডিয়ো এখন ভাইরাল।
মেয়ের জন্মের একমাস হওয়ার আগেই সিদ্ধার্থ মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হন। মাকে সঙ্গে নিয়েই ভগবানের দর্শন করেন তিনি। অভিনেতাকে নীল রঙের কুর্তা এবং কালো ডেনিম দেখা গিয়েছে। তাঁর গলায় ছিল উত্তরীয়। সিদ্ধার্থ ভগবান সিদ্ধিবিনায়ক পায়ে প্রণাম জানিয়ে, তাঁর মেয়ের জন্য আশীর্বাদও চেয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, ১৬ জুলাই, কিয়ারা ও সিদ্ধার্থ কন্যা সন্তানের জন্ম দেন। তারকা দম্পতি একটি পোস্ট শেয়ার করে তাঁদের ভক্তদের এই সুখবরটি জানান। সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের মেয়ের জন্মের কথা ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে ওই পোস্টে লেখেন, ‘আমাদের মন ভরে গিয়েছে। আমাদের পৃথিবী চিরতরে বদলে গিয়েছে। আমাদের বাড়িতে একটি সুন্দরী কন্যা এসেছে।’ এর পাশাপাশি তাঁরা গণমাধ্যম এবং পাপারাৎজিদের কাছে এখনই তাঁদের মেয়ের ছবি না তোলার অনুরোধ করেছেন।
আরও পড়ুন: রবিবারেও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! ১০ দিনে মোট কত আয় করল মোহিত সুরির ছবি?
কাজের সূত্রে, অগস্টে সিদ্ধার্থের ছবি 'পরম সুন্দরী' মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে তাঁর বিপরীতে জাহ্নবী কাপুরকে দেখা যাবে। রোমান্টিক কমেডি ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা। ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, ইনায়েত ভার্মা এবং মনজোত সিং।
অন্যদিকে, কিয়ারা আডবানীকে শীঘ্রই অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ওয়ার ২'-তে দেখা যাবে। যশ রাজ ফিল্মসের এই অ্যাকশন-প্যাকড প্রজেক্টে তার সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এই ছবিটি ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে। সম্প্রতি ছবির ট্রেলারটি মুক্তি পেয়েছে। সেখানে কিয়ারাকে অ্যাকশন করতে দেখা গিয়েছিল। এই ছবিটি বলিউডের স্পাই ইউনিভার্সের একটি অংশ।