বর্তমান সময় বহু মেগাই শুরু হচ্ছে, কয়েক মাস চলার পরই নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই কারণগুলির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে কারণ তা হল টিআরপি। মেগার রেটিং ভালো না এলেই কয়েক মাসের মধ্যে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে সেই জায়গা থেকে ‘কোন গোপনে মন ভেসেছে’ যে ব্যতক্রমী তা বলাই যায়। কারণ এই সময়ও দীর্ঘ দিন ধরে যে সব মেগা চলছে ছোট পর্দায়, তার মধ্যে অন্যতম হল এই ধারাবাহিক। কিন্তু এবার গুঞ্জন শোনা যাচ্ছে এই মেগাও নাকি শেষ হতে চলেছে। তবে এই খবর সত্যি কিনা তা নিয়ে এবার মুখ খুললেন ধারাবাহিকে নায়িকা শ্বেতা ভট্টাচার্য ও মেগার অন্যান্য কলাকুশলীরা।
আরও পড়ুন: অষ্টম দিনেও বক্স অফিসে টক্কর ‘কুলি’ ও ‘ওয়ার ২’-র! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, রজনীকান্ত না হৃতিক রোশন?
কী বললেন তাঁরা?
‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হতে চলেছে এমন খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তার মধ্যেই শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’-এর প্রোমো প্রকাশ্যে এসেছে। এই নতুন ধারাবাহিকের প্রোমো সামনে আসার পর থেকে ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। তবে এই গুঞ্জন কি আদৌও সত্যি? এবার তা নিয়েই মুখ খুললেন শ্বেতা।
তিনি বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি ‘কোন গোপনে মন ভেসেছে’-এর মেকআপ রুমে। ভিডিয়োর শুরুতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি প্রচুর ম্যাসেজ পাচ্ছি যে, ‘দিদি শেষ করবেন না কোন গোপনে মন ভেসেছে’। যদিও এটা আমাদের হাতে নেই। তবুও আমি সকলের থেকে জেনে নিতে চাইব তাঁদের কী বক্তব্য।’ এরপর তিনি মেপআপ রুমে সাজতে থাকা তাঁর সহ-অভিনেত্রীদের দিকে ক্যামেরা ঘোরান। তাঁরা বলেন, ‘আমরা এখনও খবর পাইনি শেষ হচ্ছে বলে। তাই আমরা মন দিয়ে কাজটা করছি।’
আরও পড়ুন: দ্বিতীয়বার মা হওয়ার পর ফের সুখবর দিলেন মানসী! ‘সকলকে গুডনিউজ…’, যা বললেন নায়িকা
তারপর তিনি মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসারদের থেকেও জানতে চান তাঁরা বলেন, ‘না না শেষ হচ্ছে না। আমরা ২০২৬ পর্যন্ত আছি।’ তবে তাঁদের মধ্যে একজন হেয়ার ড্রেসার বলেন, ‘আমি এখনও জানি না কিন্তু সকলের মুখে শুনছি শেষ হয়ে যাবে।’ শেষে শ্বেতাকে ফের বলতে দেখা যায়, ‘আমরা কেউ কিছু জানি না বিশ্বাস করুন। যেটা হবে ভালোই হবে। আর সব কিছুরই তো একটা শেষ থাকে। দেখা যাক কী হয়।’