সদ্য দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত। মেয়ের কোলে এসেছে ছেলে। দুই সন্তানকে নিয়ে এখন তাঁর ভরা সংসার। একদিকে যেমন অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে মাতৃত্বকেও চুটি উপভোগ করছেন নায়িকা। তবে এই সব কিছুর মাঝেই ফের সুখবর দিলেন মানসী! নিশ্চয় ভাবছেন ব্যাপার কী?
আরও পড়ুন: 'ধূমকেতু' রেকর্ড গড়তেই 'দেশু'র সঙ্গে 'আমূল' গার্ল! হাতে ফুল নিয়ে 'গানে গানে…', কী বলল সে?
তাহলে একটু খোলসা করেই বলা যাক। ছেলের জন্মের কিছুদিন পর থেকেই কাজে ফিরছেন মানসী। কিন্তু তাতে তিনি মা হিসেবে কোনও কর্তব্য-কর্মে অবহেলা করেননি। সময় মতো ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া থেকে ছেলে-মেয়ের যত্ন নেওয়া সবটাই করছেন সমান দক্ষতায়। তার পাশাপাশি নিজের ভালো থাকার খেয়াল রাখতেও ভুলছেন না। তাই মাঝে মাঝেই নায়িকাকে তাঁর বোনেদের নিয়ে নানা জায়গায় ঘুরতে যেতে ও খাওয়া দাওয়া করতে যেতে দেখা যায়। তবে এই সব কিছুর পরও সময় বের করে এবার নতুন কাজে হাত দিলেন নায়িকা। শুরু করলেন নতুন পথ চলা।
টলিপাড়ায় এই পথে প্রথম হাঁটা শুরু করেছিলেন রচনা বন্দোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায়রা। সম্প্রতি আর এক জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়কেও এই ভূমিকায় দেখা যায়। এবার তাঁদের পথ অনুসরণ করলেন মানসী। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কীসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। এবার রচনা, সুদীপা, দেবচন্দ্রিমাদের মতো নিজের শাড়ির ব্র্যান্ড আনতে চলেছেন মানসী।
আরও পড়ুন: শেষ ‘তেঁতুলপাতা’! 'প্রথম দিনেই…', স্মৃতির ঝাঁপি উপুড় করে আবেগে ভাসলেন পর্দার 'ঝিল্লি' ঋতব্রতার
অভিনয়ের কাজ, ভ্লগিংয়ের পাশাপাশি ছেলে-মেয়েকে সামলে এবার নিজের শাড়ির ব্র্যান্ড আনছেন নায়িকা, যদিও এখনও অনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেননি। তবে তাঁর মিনি ভ্লগে এই নিয়ে কথা বলেছেন নায়িকা। তাঁর ব্র্যান্ডের প্রথম শাড়ি তিনি তুলে দিয়েছেন মায়ের হাতে। যদিও তাঁর বোন রাইমা সেনগুপ্ত দিদির ব্র্যান্ড থেকে মায়ের জন্য এই শাড়ি পুজোর উপহার হিসেবে কিনেছেন বলে মানসী জানিয়েছেন। তাঁর মতে, ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক আসা উচিত নয়।

ওই ভিডিয়োয় শুরু তে নায়িকাকে বলতে শোনা যায়, 'আমি সবার প্রথমে সকলকে একটা গুডনিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব শীঘ্রই লঞ্চ হবে'। এরপর অভিনেত্রী তাঁর মায়ের গায়ে শাড়ি রেখে বলেন, ‘এই শাড়িটা রাইমা মা-কে কিনে দিল।’ তারপর তিনি তাঁর মাকে বলেন,'আমার ব্র্যান্ড দ্য সুতি বাই মানসী।' এরপর তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, 'আমি কিন্তু মায়ের থেকেও টাকা নিয়েছি।' এরপর অভিনেত্রীর মা বলে ওঠেন, 'নিতেই হবে কারণ প্রথম শাড়ি। আর মা বলেও কোনও ছাড় নয়…'। এরপর মানসী জানান তাঁর এই ব্র্যান্ডের মডেল হতে চলেছে বোন রাইমা।