'রাজ রাজেশ্বরী রাণীভবাণী' ও 'লক্ষ্মী ঝাঁপি'র পর স্টার জলসা ফের নতুন মেগা ‘কম্পাস’ আসছে। ইতিমধ্যেই মেগা কবে থেকে সম্প্রচার শুরু হবে সেই দিনক্ষণ জানানো হয়েছে। আর তা দেখে আন্দাজ করা যাচ্ছিল এবার বুঝি ‘তেঁতুলপাতা’ শেষ হতে চলেছে। কারণ ২৫ অগস্ট থেকে 'কম্পাস' শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে এই মেগা সম্প্রচারিত হবে। এই সময়ই 'তেঁতুলপাতা' সম্প্রচারিত হয়। তাই অনেকেই মনে করছিলেন 'তেঁতুলপাতা' এবার শেষ হবে। এবার পর্দার 'ঝিল্লি' ঋতব্রতা থেকে অনিন্দিতারা সিলমোহর দিলেন সেই খবরে। ভাগ করে নিলেন শেষ দিনের শ্যুটিংয়ের ছবি।
মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল রবি সাউকে। তিনি ধারাবাহিকের সব কলাকুশলীদের সঙ্গে ছবি দিয়ে জানালেন মেগার শেষ দিনের শ্যুটিংয়ের কথা। বৃহস্পতিবার নায়ক সমাজ মাধ্যমের পাতায় তেঁতুলপাতা পরিবারের ছবি শেয়ার করে লেখেন, ‘আবার ফিরে আসব, তেঁতুলপাতা।’ তারপর ধারাবাহিকের পুরো টিম ও স্টার জলসাকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, ধারাবাহিকের আর এক গুরুত্বপূর্ণ মুখ অনিন্দিতা রায়চৌধুরী একটি রিল শেয়ার করে নেন। সেখানে প্রথমেই পর্দার ঝিল্লি ঋতব্রতা দে-র দেখা মেলে। তাঁকে বলতে শোনা যায়, ‘ঝিল্লির সাজে এই শেষবার।’ তারপর মেকআপ রুমের ছবি ধরা পড়ে। অনিন্দিতা সহ মেগার সব কলাকুশলীরা শেষবারের মতো এই ধারাবাহিকে তাঁদের অভিনীত চরিত্রের লুকে সেজে উঠতে শুরু করে। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘...and they lived happily ever after… আমাদের গল্পের মানুষগুলোকে আমার স্মৃতির সবচেয়ে মসৃণ পাতাটায় তুলে রাখলাম। এই শিমুলপুরা, আমাদের বাড়ি, দালান, তুলসীমঞ্চ, ঘোরানো সিঁড়ি, রান্নাঘর, আচারের বয়াম, কুয়োতলা, কাগজফুলের গাছ আমাদের পথ চলার শব্দ জানে, জানে আমাদের হাসিকান্নার গল্প, সবটা যত্ন করে তুলে রাখলাম। আজ থেকে তো দেখছিনা। শুনুন, আমরা রইলাম না হয়তো, কিন্তু আমাদের এই তেঁতুলপাতা বাড়ির ভালোবাসা রয়ে গেল আপনাদের মনে, যৌথ পরিবারের আদর্শ হয়ে। দেখা হবে খুব তাড়াতাড়ি, অন্য কোনও পরিবারে।’
আরও পড়ুন: ববি আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ জানালেন শারুখের কাছে! 'প্রথমে আমি ভেবেছিলাম…', যা বললেন অভিনেতা

তাছাড়াও মেগার নায়িকা ঋতব্রতাও একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে তাঁকে 'ঝিল্লি'র লুকে দেখা যায়। সেই লুকের তিনটি ছবি ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, ‘ঝিল্লি চৌধুরী এমন একটা চরিত্র যা আমার মনের খুব কাছের ছিল। তেঁতুলপাতার প্রথম দিনেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এটা একটা আনন্দের রোলার কোস্টার যাত্রা হবে, অনেক উত্থান-পতন ছিল, কিন্তু সামগ্রিক ভাবে এই যাত্রাটা সত্যিই ভালো ভাবে শেষ হয়েছে, সব কিছু সত্যিই ভালো ভাবে শেষ হয়েছে। কিন্তু প্রতিটি যাত্রারই শেষ আছে।আমরা আবার দেখা করব কিন্তু অন্য যাত্রায়, অন্য কোনও শোতে। কিন্তু ঝিল্লি চৌধুরী হিসেবে নয়, তবুও ঝিল্লি সব সময় সবার মনের, আমার মনের খুব কাছের হয়ে থেকে যাবে। ভগবানের নামে শপথ করে বলছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এটা ঝিল্লির প্রতিশ্রুতি।’ সব মিলিয়ে হাসি কান্নায় 'তেঁতুলপাতা'র ১ বছরের পথ চলা শেষ হল।