শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। সিরিজের ট্রেলার লঞ্চের সময় শাহরুখ পুরো টিমের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। আরিয়ানকে মঞ্চে ডাকার আগে, শাহরুখ প্রথমে পুরো কাস্টকে ডেকেছিলেন যার মধ্যে ববি দেওলও ছিলেন। ববি মঞ্চে এসে আরিয়ানের অনেক প্রশংসা করেন। কিন্তু এর মধ্যেই তিনি আরিয়ানের বিরুদ্ধে অভিযোগও করেন তাঁর বাবার কাছে।
আরও পড়ুন: জনপ্রিয়তার নিরিখে এই নায়িকা পিছনে ফেলে দিয়েছেন দীপিকা-আলিয়া-রশ্মিকাদের! প্রকাশ্যে তালিকা
ববি প্রথমেই বলেন, কাগজে নিজের আবেগ লেখা খুব কঠিন, আরিয়ান খুব ভালো কাজ করেছে। পরিণত চরিত্র থেকে শুরু করে তরুণ চরিত্র, সব চরিত্রের মধ্যে ও নিজের সেরাটা তুলে ধরেছে।
আরও পড়ুন: বাংলা ভাষাকে কটাক্ষের প্রতিবাদ জানাতে ফিরছেন ‘রাজশেখর বসু’! সঙ্গে আর কে কে থাকছেন?
এর পর ববি অভিযোগ করে বলেন, ' তবে এটা আলাদা ব্যাপার যে ও আমাদের অনেক চাপও দিয়েছে। আমাদের প্রচন্ড পরিশ্রম করতে বাধ্য করেছে। আমি শুধু ওঁকে দেখতাম। ও একবার টেক দিতে বলল, আমি বললাম, সমস্যা নেই। কিন্তু সেখানেই শেষ নয় আরও একটা। আসলে প্রথমে আমি ভেবেছিলাম ও আমাকে আরও একটা টেক দিতে বলবে। কিন্তু ও তো থামতেই চায় না, ওঁর ওয়ান মোর থামেনি।'
শাহরুখ এই কথার পরিপ্রেক্ষিতে বলেন, ‘এবার আমি তোমাকে একটা কথা বলব, একবার ও রাতেও আমাকে ফোন করেছিল। বলে এসো বন্ধু, ও অনেক বেশি ট্যাক্স নিচ্ছে, এখন আমাকে যেতে হবে।’
'দ্য ব্যান্ডস অফ বলিউড' হিন্দি বিনোদন জগতের উপর ভিত্তি করে তৈরি, যেখানে লক্ষ্য এবং সাহের বাম্বা দুই অভিনেতার ভূমিকায় অভিনয় করছেন। ববি সাহেরের বাবা, একজন পুরনো সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন। এই সিরিজটি কেবল আরিয়ানই পরিচালনা করেছেন তা নয়, তিনি এর গল্পও লিখেছেন।
এই সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। ববি দেওল, সাহার, লক্ষ্য ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদী এবং গৌতমী কাপুর। সিরিজটি প্রযোজনা করছেন গৌরী খান।