ছোটপর্দার খুব জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। নায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও খলনায়িকা হিসেবেও সমান দাপটের সঙ্গে অভিনয় করে সকলের মনজয় করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে 'চিরসখা' ধারাবাহিকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে। কিন্তু এর মধ্যেই 'দেবী মনসা'র লুকে ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছেন নায়িকা। তাহলে কি এবার নতুন ভূমিকা তাঁকে দেখতে পাবেন দর্শকরা? এই পোস্টের মাধ্যমেই কি অভিনেত্রী নতুন কাজের খোঁজ দিলেন? জানেন আসল ব্যাপার কী?
সম্প্রতি নায়িকা তাঁর ইনস্টাগ্রামে দেবী মনসার লুকের কিছু ছবি পোস্ট করেছেন। কপালে তৃতীয় নয়ন, খোলা চুল, গলায় পদ্মের মালা, বেগুনি রঙের ভারী বেনারসী শাড়ি, ভারী ভারী গয়না, মাথায় মুকুট, নাকে টানা নথ, দুই হাত ও মাথার মুকুটে জড়িয়ে একাধিক সাপ, সব মিলিয়ে গাঁয়ে কাঁটা দেওয়া লুকে ধরা দিয়েছেন নায়িকা।
কিন্তু হঠাৎ কেন দেবী মনসার লুকের ছবি প্রকাশ্যে আনলেন শিঞ্জিনী? তাহলে অভিনেত্রীর কোনও নতুন কাজ আসছে যেখানে তাঁকে দেবী মনসার লুকে দেখা যাবে? নানা তা নয়, এই ছবির মাধ্যমে তিনি তাঁর নতুন কোনও মেগা বা ছবির কাজের আভাস দেননি। আসলে ফোট শ্যুটের জন্য অভিনেত্রী এই সাজে সেজে ছিলেন। শ্রাবণের শেষ রবিবার অনেক জায়গাতেই দেবী মনসার পুজো করা হয়, সেই কারণেই সম্ভবত এই ফটো শ্যুট করেছিলেন নায়িকা।
আরও পড়ুন: 'এখনও অঝোরে কেঁদে যাচ্ছি…', নতুন মেগা ও ছবি আসছে, তাঁর আগে হঠাৎ কী এমন হল আরাত্রিকার?
তাঁর এই লুক দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘আমি যত জনকে দেখলাম মা মনসার সাজে তাঁদের সবার মধ্যে তোমায় সেরা লাগছে, এক কথায় অপূর্ব।’ আর একজন লেখেন, ‘কী মিষ্টি লাগছে।’ আর একজন লেখেন, ‘কী সুন্দর।’ আর একজন লেখেন, ‘কী সুন্দর লাগছে তোমাকে, অপূর্ব।’
কাজের সূত্রে, 'উমা' ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই মেগাতে নায়িকা হিসেবে প্রথম বিনোদন জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তারপর 'পঞ্চমী' ধারাবাহিকেও নাগিনীর ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। বর্তমানে নায়িকাকে স্টার জলসার জনপ্রিয় মেগা 'চিরসখা'য় 'বর্ষা'র চরিত্রে দেখা যাচ্ছে। এই চরিত্রটিও নেতিবাচক। কিন্তু নেতিবাচক হলেও তাঁর অভিনীত এই চরিত্র খুব অল্প দিনেই যে দর্শকদের মনে ছাপ ফেলেছে তা বলাই বাহুল্য। তবে কেবল মেগা নয়, তার পাশাপাশি নানা ধরনের ফটোশ্যুটেও নায়িকাকে নানা রূপে পাওয়া যায়।