১০ বছরের সব অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। মুক্তির আগে থেকে বক্স অফিসে রেকর্ড গড়েছিল এই ছবি। শুধু তাই নয় এই ছবি মুক্তির পরও যা আয় করছে তা তাক লাগিয়ে দেওয়ার মতো। সব মিলিয়ে এখন বাংলা এখন ধূমকেতু জ্বরে কাঁপছে। ২২ অগস্ট ছবি জাতীয় স্তরেও মুক্তি পেতে চলেছে। তার আগে বড় চমক দিল আমূল বাংলা।
শাহরুখের জাতীয় পুরস্কার জয় হোক বা লাবুবু যে কোনও ট্রেন্ডিং টপিক নিয়েই বিজ্ঞাপণে তাক লাগায় আমূল। আর এবার বাংলার বক্স অফিসে ট্রেন্ডিং 'ধূমকেতু' আর বাংলার জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব-শুভশ্রীকে নিয়েও পোস্ট করে 'দেশু' ভক্তদের মন জয় করে নিল আমূল।
আরও পড়ুন: শেষ ‘তেঁতুলপাতা’! 'প্রথম দিনেই…', স্মৃতির ঝাঁপি উপুড় করে আবেগে ভাসলেন পর্দার 'ঝিল্লি' ঋতব্রতার
তাঁদের বিজ্ঞাপনে দেখা গিয়েছে আমূল গার্লের সঙ্গে দাঁড়িয়ে ‘দেশু’-এর অ্যানিমেটেড সংস্করণ। এই ছবির জনপ্রিয় গান 'গানে গানে যদি আমার মনে কথা…'-এর সেই আইকনিক লুকে সাইকেল নিয়ে দেব-শুভশ্রীর অ্যানিমেটেড আমূল সংস্করণকে দেখা যায়। আর সেখানে লেখা 'ধূমকেতু জ্বরে কাঁপছে বাংলা।' আর নীচে লেখা, 'রোম্যান্সে চেনা ফ্লেভার ঘরে ঘরে। এই বিজ্ঞাপনী ছবিটি দেব ও শুভশ্রী তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন।
তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দেশু অনুরাগীরা। এই ছবিতে 'ধূম জ্বরে কাঁপছে বাংলা'-এই অংশটা অন্য রঙে লেখা থাকার কারণে এক নেটিজেন লেখেন, 'এবার তো তাহলে ওষুধ খেতে হয়।' আর একজন লেখেন, ‘দারুণ।’ আর একজন লেখেন, 'কী সুন্দর'। এর আগে দেবের ছবি 'খাদান'-এর গান কিশোরী রেকর্ড গড়তেই আমূল গার্লকে কিশোরী বেশে দেখেছিলেন নেটিজেনরা। এবারও যেন সেই ধারাই অব্যাহত রইল।
প্রসঙ্গত, ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোঁটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।