সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করা যে কোনও অভিনেতা অভিনেত্রীর কাছে একটা স্বপ্নের ব্যাপার ছিল। কিন্তু সেই সুযোগ পেয়েও হাতছাড়া হওয়ার যে দুঃখ, সেই দুঃখ সত্যিই ভোলার নয়। এমনই একটি ঘটনা ঘটেছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
সম্প্রতি শর্মিলা শো হাউসের তরফ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয় অভিনেতার। ভিডিয়োয় সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা জানান, ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েও তিনি হারিয়ে ফেলেন। কী ঘটেছিল তার সঙ্গে?
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
শাশ্বত বলেন, ‘ছোটবেলায় স্কুল কামাই হয়ে যাবে বলে, সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করতে দেননি আমার মা। ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। কিন্তু আমার মা চাননি আমার স্কুল কামাই হোক।’
অভিনেতা বলেন, ‘একদিন স্কুল থেকে ফেরার সময় মা আমাকে নিয়ে গিয়ে সব চুল কাটিয়ে নিয়ে আসেন। জিজ্ঞাসা করায় মা বলেন, আমি প্রচন্ড ঘেমে যাই তাই চুল কেটে দিতে হচ্ছে। বাড়িতে ফিরেই বাবা প্রচন্ড রেগে যান মায়ের ওপর। মা বাবাকে বলেন, ওর স্কুল কামাই হোক আমি চাই না, তাই চুল কাটিয়ে দিয়েছি।’
শাশ্বত আরও বলেন, ‘পরের দিন আমার সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করার কথা ছিল। বাবা আমাকে নিয়ে যান সেখানে। দরজা খুলতেই তিনি বলেন, এ কি করেছ! এটা তো একদম বাটি ছাট হয়ে গিয়েছে। আমার বাবা ওঁকে বলেন, আসলে আমার স্ত্রী চান না ওর স্কুল কামাই হোক।’
বাবার মুখে এই কথা শুনে সত্যজিৎ বাবু হেসে বলেন, ‘ঠিক আছে কোনও অসুবিধা নেই। তবে আমি আর অপেক্ষা করতে পারবো না। আমাকে অন্য কাউকে নিয়ে ছবিটা তৈরি করে ফেলতে হবে।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
শাশ্বত চট্টোপাধ্যায়ের এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে নিজের মায়ের শাসনের কথা তুলে ধরেন আবার অনেকে বলেন, আপনার মা ভুল কাজ করেছেন। তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের যদি রুকুর চরিত্রে অভিনয় করতেন, তাহলে সেটাও যে জনপ্রিয় হত সে কথা এক বাক্যে স্বীকার করেছেন সকলে।