চলতি বছরের মে মাসেই জানা গিয়েছিল পথিকৃৎ বসুর পরিচালনায় একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন জিৎ। শোনা গিয়েছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। এবার জানা গেল কবে থেকে শুরু হতে চলেছে ছবির কাজ।
বিগত বেশ কয়েক বছর বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি জিৎকে। খুব স্বাভাবিকভাবেই চলতি বছর সিনেমাটির ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, ছবির শ্যুটিং শুরু হওয়ার খবর পাওয়ার জন্য। অবশেষে জানা গেল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির শ্যুটিং শুরু হওয়ার দিনক্ষণ।
আরও পড়ুন: ৩ যোদ্ধার কাহিনি নিয়ে আসছে ‘ওয়ার ২’, মুক্তি পেল ছবির ট্রেলার
আরও পড়ুন: মহানায়ক সম্মানে সম্মানিত রূপঙ্কর-ইমন-গার্গী, তালিকায় রয়েছেন আর কারা?
শুক্রবার প্রযোজনা সংস্থার নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। অনুষ্ঠানে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির সাফল্যও উদযাপিত করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই জানা গেল কবে থেকে শুরু হবে জিৎ অভিনীত আগামী ছবির শ্যুটিং।
জানা গিয়েছে, চলতি বছর দুর্গাপুজোর পর এই সিনেমার শ্যুটিং শুরু করতে চলেছেন জিৎ। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় হবে এই ছবির কাজ। ইতিমধ্যেই এই ঐতিহাসিক চরিত্রে নিজেকে সাজানোর কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা।
অনন্ত সিং প্রসঙ্গে
চট্টগ্রাম লুন্ঠন মানেই সকলে জানেন মাস্টারদা সূর্য সেনের কথা। কিন্তু অনেকেই জানেন না সূর্য সেনের ছত্রছায়ায় কীভাবে নিজেকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করেছিলেন অনন্ত সিং। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অনন্ত সিংয়ের সেই বীরত্বের কাহিনীই তুলে ধরা হবে এই ছবিতে।
আরও পড়ুন: এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করবেন শরমন যোশি, বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?
আরও পড়ুন: 'ও পাগল করে দিয়েছে...', রাজনৈতিক মতভেদ সরিয়ে রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ দেব
পথিকৃৎ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে নন্দী মুভিজ। প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় এই সিনেমাটি তুলে ধরবে ৬০ দশকের গল্প। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করবেন জিৎ, তাই নিজেকে সবদিক থেকে প্রস্তুত করার চেষ্টা করছেন তিনি।
প্রসঙ্গত, টলিউডের প্রায় ২২টি বছর কাটিয়ে ফেলার পরেও আজও প্রথম দিনের মতোই জনপ্রিয় জিৎ। এই তারকা কখনও কোনও বিতর্কে জড়াননি, এমনকি রাজনীতির প্যাঁচেও নিজেকে জড়াননি কখনও। তাই সকলের প্রিয় এই অভিনেতাকে নতুন রূপে দেখার জন্য উৎসুক ভক্তরা।