অভিনেতা সঞ্জয় দত্ত তাঁর ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। সেই সময় তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মা মাত্র ৩২ বছর বয়সে ব্রেন টিউমারে মারা যান। ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে, সঞ্জয়ের বোন প্রিয়া বলেন যে, অভিনেতা কীভাবে এই ঘটনায় প্রভাবিত হয়েছিলেন। তাছাড়াও প্রিয়া জানান তাঁরা কীভাবে পরিবারের সকলে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করেছিলেন।
আরও পড়ুন: পাক সেনা আধিকারিকের মেয়ের সঙ্গে প্রেম করছেন প্রভাস? ভুয়ো খবরে মুখ খুললেন ইমানভি, কিন্তু কে এই নারী?
আরও পড়ুন: পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আদিল! তাঁকে নিয়ে পোস্ট প্রিয়াঙ্কার
অল্প বয়সে রিচার ব্রেন টিউমারে মারা যান। সেই প্রভাব সঞ্জয়ের উপর দারুণ ভাবে পড়েছিল। এই প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘ওঁর জীবনেও এত স্থিতিশীলতা ছিল না। এটা খুবই দুঃখজনক ছিল। এত অল্প বয়সে রিচার ব্রেন টিউমার ধরা পড়ে, তারপর সে অল্প বয়সেই মারা যায়। দাদার জন্য এটা খুব কঠিন একটা সময় ছিল। আমি সবসময় বিশ্বাস করি যে নিজের সমস্যাগুলো সবসময়ই অনেক বেশি মনে হয়, যতক্ষণ না আপনি অন্য কারও সমস্যা দেখেন। ঈশ্বরের কৃপায় অন্তত আমরা প্রতিটি সমস্যা থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পেরেছি। তবে অনেক সমস্যা যে ছিল, তা আমি অস্বীকার করছি না। আমরা সবচেয়ে খারাপটা দেখেছি এবং আমরা ভালোটাও দেখেছি।’
আরও পড়ুন: পহেলগাঁও হামলা, তীব্র নিন্দায় সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান নিয়ে বড় পদক্ষেপ করলেন মাধবন!
আরও পড়ুন: 'আমার হৃদয় কাঁদছে…', পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকাহত মিমি চক্রবর্তী
সঞ্জয় কীভাবে শোক ও ক্ষতির মুখোমুখি হয়েও নিজেকে সামলে নিয়েছিলেন সেই প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘কিন্তু ও একজন দৃঢ় মানসিকতার মানুষ। ও সব কিছু নিজের মতো করে সামলে নেয়। আপনি ওঁকে বেশিক্ষণ ধরে চেপে রাখতে পারবে না, ও সব সময় ফিরে আসবে।’
প্রসঙ্গত, সঞ্জয় এবং রিচা ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে, বিয়ের দুই বছরের মধ্যেই রিচার ব্রেন টিউমার ধরা পড়ে এবং তিনি নিউ ইয়র্কে মারা যান। সঞ্জয় ২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন। তারপর তাঁদের যমজ সন্তান হয়। ছেলের নাম শাহরান এবং মেয়ের নাম ইকরা।