২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। মূলত পর্যটকদের উপর হামলা চালানো হয়। এই হামলার সময় এক স্থানীয় যুবক তাঁদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সন্ত্রাসবাদীদের গুলিতে তিনিও ঝাঁঝরা হয়ে যান। ভয়ঙ্কর এই ঘটনায় গোটা দেশ শোকাহত। এই আবহেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া স্থানীয় গাইড সৈয়দ আদিল হুসেন শাহকে নিয়ে একটি পোস্ট শেয়ার করে নেন।
প্রিয়াঙ্কা সৈয়দ আদিল হুসেন শাহের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর ছবি দেওয়া একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘সৈয়দ আদিল হুসেন শাহ, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিলেন, পহেলগাঁও আক্রমণকারীদের নিরস্ত্র করে, পর্যটকদের রক্ষা করার চেষ্টায় প্রাণ হারিয়েছেন।'
আরও পড়ুন: পহেলগাঁও হামলা, তীব্র নিন্দায় সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান নিয়ে বড় পদক্ষেপ করলেন মাধবন!
৩০ বছর বয়সী আদিলকে পহেলগাঁওয়ের হাপাটনার্ড গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয়। পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, আদিলের ছোট ভাই সৈয়দ নওশাদ বলেছেন যে, তিনি কাজের জন্য পহেলগাঁওয়ের গিয়েছিলেন। তাঁর কথায়, ‘তিনি পর্যটকদের বৈসরনে টাট্টু ঘোড়ায় সওয়ার করাতেন। মঙ্গলবার যখন সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর আক্রমণ করে, তখন আমার ভাই তাদের থামানোর চেষ্টা করে। হামলায় আহত একজন পর্যটক আমাকে এসএমএইচএস হাসপাতালে আমার ভাইয়ের এই বীরত্বের কথা বলেছিলেন।' তিনি আরও জানান, সন্ত্রাসীরা তাঁর ভাইয়ের বুকে তিনবার গুলি করে। তিনি তাঁর ভাইয়ের এই আত্মত্যাগে গর্বিত।

আদিলের শোকাহত বাবা সৈয়দ হায়দার শাহ বলেন, ‘ও সব ভাইবোনদের মধ্যে ওঁর মন্টা বেশি নরম ছিল। সকাল ৮টায় ও বেরিয়ে যায় এবং তারপর আর ফিরে আসেনি। এই গ্রামের অনেক ছেলে কাজ খুঁজতে পহেলগাঁওয়ে যায়, কিন্তু কে জানত যে এমনটা ঘটতে চলেছে। সন্ত্রাসীবাদীরা আমার ছেলেটাকে খুন করেছে কারণ ও ওদের মুখোমুখি হয়েছিল। ওরা যাতে পর্যটকদের ক্ষতি না করে সেই জন্য বলেছিল।’ এইচটি-র প্রতিবেদন অনুসারে , মঙ্গলবার আদিলের পরিবার তাঁর মৃত্যুর খবর পায়। বুধবার তাঁর মরদেহ তাঁর গ্রামে পৌঁছয়।
আরও পড়ুন: পহেলগাঁওয়ের রক্তে ধুয়ে গেল ফাওয়াদের ‘আবির গুলাল’, পাক-অভিনেতার ছবি মুক্তি পাবে না ভারতে
কী ঘটেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়?
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। এই ঘটনায় বলিউডের অনেকেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, করণ জোহর, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সলমন খান প্রমুখরা।