বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjay Dutt: শাহরুখের পর এবার সঞ্জয়, ছবি তুলতে কাছে ঘেঁষায় অনুরাগীকে মারলেন ধাক্কা!
পরবর্তী খবর
Sanjay Dutt: শাহরুখের পর এবার সঞ্জয়, ছবি তুলতে কাছে ঘেঁষায় অনুরাগীকে মারলেন ধাক্কা!
1 মিনিটে পড়ুন Updated: 03 Jun 2023, 10:05 AM ISTRanita Goswami
ভিডিয়োতে দেখা যায়, এক অনুরাগী ক্রমাগত সঞ্জয় দত্তকে অনুসরণ করছিলেন, তাঁর পাশে হেঁটে পুরোটাই ভিডিয়ো বন্দি করছিলেন। আর তাতেই কিছুটা বিরক্তির ছাপ ছিল অভিনেতা সঞ্জয় দত্তর চোখে মুখে। সেই অনুরাগীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সঞ্জয়, তবে তারপরে ফের আরও একজন এসে সঞ্জয়কে অনুসরণ করতে শুরু করেন।
সঞ্জয় দত্ত
কিছুদিন আগেই অনুরাগীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল শাহরুখের দিকে, আর এবার সেই একই অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্ত। ঘটনাচক্রে দুটি ঘটনাই ঘটেছে বিমানবন্দরে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
সামনে প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের দেখলেই ক্যামেরাবন্দি করতে ছুটে যান অনুরাগীরা। এ ঘটনা নিত্যদিনের। শুক্রবার রাতে এমনটাই ঘটেছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যায়, এক অনুরাগী ক্রমাগত সঞ্জয় দত্তকে অনুসরণ করছিলেন, তাঁর পাশে পাশে হেঁটে পুরোটাই ভিডিয়োবন্দি করছিলেন। আর তাতেই কিছুটা বিরক্তির ছাপ ছিল অভিনেতা সঞ্জয় দত্তর চোখে মুখে। সেই অনুরাগীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সঞ্জয়, তবে তারপরে ফের আরও একজন এসে সঞ্জয়কে অনুসরণ করতে শুরু করেন। তাঁকেও সরানোর চেষ্টা করতে থেকেন সঞ্জয়।