১৯৬৪ সালে কিংবদন্তি লেখক তথা অভিনেতা সেলিম খান বিয়ে করেছিলেন সুশীলা চরককে। তবে জানলে অবাক হয়ে যাবেন, একজন মুসলিম হওয়া সত্বেও নিকাহ করার আগে স্ত্রীর সঙ্গে হিন্দু মতে বিয়ে করেছিলেন তিনি।
সম্প্রতি ফ্রি প্রেস জার্নালের সঙ্গে একটি সাক্ষাৎকারে লেখক বলেন, ‘আমার শ্বশুর ছিলেন একজন দন্ত চিকিৎসক। আমার বিয়ের বিষয়টি যখন সামনে উঠে আসে, তখন উনি আমার পরিবারের খোঁজ করেন এবং যখন দেখেন যে আমি একজন সুশিক্ষিত সম্ভ্রান্ত ঘরের ছেলে তখন উনি রাজি হন। তবে উনি আমাকে অকপটে বলেছিলেন, আমার ধর্ম নিয়ে ওনার আপত্তি রয়েছে।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
লেখক বলেন, ‘আমি আমার শ্বশুর মশাইকে আশ্বস্ত করেছিলাম, আমার স্ত্রী এবং আমার মধ্যে যতই মতবিরোধ হোক না কেন, সেটা আমার ধর্মের কারণে কখনও হবে না। আজ আমি ৬০ বছর ধরে বিবাহিত। তবে আমার শ্বশুর মশাইকে খুশি করার জন্য আমি নিজে পন্ডিত খুঁজে নিয়ে এসেছিলাম এবং সাত পাকে বাঁধা পড়েছিলাম।’
সলমনের বাবা বলেন, ‘আমাদের নিকাহ হয়েছিল, কিন্তু তার আগে আমাদের হিন্দু মতে বিয়েও হয়েছিল। এইভাবে বিয়ে করার একটাই কারণ হল এই বিয়ে নিয়ে কেউ কাউকে চাপ দিচ্ছে না অথবা এই বিয়ে জোর করে হচ্ছে না।’
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
প্রসঙ্গত, ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন সেলিম। সালমা এবং সেলিমের তিন সন্তান, সলমন খান আরবাজ খান এবং সোহেল খান। এক কন্যা সন্তান আলভিরা। ১৯৮১ সালে হেলেনকে বিয়ে করেছিলেন সেলিম কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দেননি। এত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি দুই স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন।
সেলিম খান সম্পর্কে
সেলিম খান একজন বিখ্যাত ভারতীয় চিত্রনাট্যকার যিনি সেলিম-জাভেদ জুটির অংশ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। জাভেদ আখতারের সাথে সেলিম খান ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে বলিউডের গল্প বলার ধরণকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিছু ব্লকবাস্টার ছবি লিখেছিলেন। জাঞ্জির (১৯৭৩), শোলে (১৯৭৫), দিওয়ার (১৯৭৫), ডন (১৯৭৮) এবং ত্রিশূল (১৯৭৮) বলিউডে ল্যান্ডমার্ক হয়ে ওঠে এবং অমিতাভ বচ্চনকে বলিউডের সুপারস্টার করে তোলে।