পরিচালক রোহিত শেট্টি সোমবার সমাজ মাধ্যমের পাতায় অজয় দেবগন অভিনীত 'সিংহম অ্যাগেইন'-এর পর্দার পিছনের ছবি এবং ভিডিয়ো অর্থাৎ বিটিএস ভাগ করে নিয়েছেন। ১৩ বছর আগে এই ছবির নিয়ে ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির আগে পরিচালক রোহিত শেট্টি 'সিংহম' এবং 'সিংহম রিটার্নস' পরিচালনা করেছিলেন। এই ছবিটি বলিউডের 'কর্প' ইউনিভার্সের অন্তর্গত। অক্ষয় কুমারের 'সূর্যবংশী' ও রণবীর সিংয়ের 'সিম্বা'ও এই ইউনিভার্সে অংশ।
'সিংহম এগেইন'-এর বিটিএস ভিডিয়ো সম্পর্কে
৩৩ বছর ধরে রোহিত এবং অজয়ের নানা মুহূর্তের ভিডিয়ো এবং ছবির মন্তাজ করা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবির পরিচালক ভিডিয়োটি প্রকাশ করে জানান, অজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক তিন দশকেরও বেশি সময় ধরে, তাই তাঁদের বন্ধুত্বের বন্ধন এখন খুবই শক্তিশালী। তিনি বলেন, 'আজ সিংহমের ১৩ বছর পূর্ণ হল, এটা আমাদের জন্য সত্যি ম্যাজিকাল। আজ আমরা অজয় স্যারের সঙ্গে 'সিংহম'-এর ১৩ বছর পূর্তি উদযাপন করছি। এটি তাঁর সঙ্গে আমার ১৩ তম ছবি। আসলে ওঁর সঙ্গে কাজ শুরু হয়েছিল ৯০-এর দশকে। তখন আমি ওঁর অধীনে কাজ করছিলাম। আজ তারপর বহু বছর পর উনি আমার পরিচালনা করা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, এটা আমার বড় প্রাপ্তি।'
আরও পড়ুন: মা নীতার ২০০ কোটির বাজুবন্ধ পরে বিয়ে করলেন অনন্ত, এর সঙ্গে রয়েছে মুঘলদের যোগ!
সিংহম ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে
অজয় দেবগণ, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে 'সিংহম অ্যাগেইন'-এ দেখা যাবে। ছবিটি স্বাধীনতা দিবসে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরে নির্মাতারা তাঁদের সোশ্যাল মিডিয়া একটি পোস্টার ভাগ করে জানান যে, ছবিটি মুক্তি পাবে দীপাবলিতে। রোহিত ১৭ বছর বয়সে অভিনেতার প্রথম চলচ্চিত্র 'ফুল অর কান্ত'-এতে সহকারী পরিচালক হিসাবে অজয়ের সঙ্গে কাজ করেছিলেন। এছাড়াও তিনি অজয়ের অন্যান্য ছবি যেমন 'সুহাগ', 'হকিকত', 'জুলমি', 'পেয়ার তো হোনা হি থা' এবং 'হিন্দুস্তান কি কসম'-এ কাজ করেছিলেন।
আরও পড়ুন: 'একটা ম্যাজিক হত…' চোখের বালিতে ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অকপট প্রসেনজিৎ
২০০৩ সালে যখন তিনি 'জমিন'-এর পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন, তখন সেখানে অজয়, অভিষেক বচ্চন এবং বিপাসা বসু প্রধানকে ভূমিকায় দেখা গিয়েছিল। অজয়, রোহিত পরিচালিত বেশিরভাগ সিনেমার অংশ ছিলেন। আবার রোহিতের কমেডি এবং অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ছবি 'গোলমাল' এবং 'সিংহম'-সহ আরও নানা ছবিতে অভিনেতাও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।