টাবু এবং অজয় দেবগন অভিনীত 'অরন মে কাহা দম থা' ছবিটির ট্রেলার কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে। আর আসার সঙ্গেই সঙ্গেই দর্শকদের মন জিতে নিয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ এবং টাবুকে। মূলত দুটি মানুষের সম্পর্ককে গল্প বলবে এই সিনেমা। সেখানে মূল চরিত্র দু'টির দুটো বয়স দেখানো হবে। কীভাবে সেটা করেছেন পরিচালক সে কথায় একটি সাক্ষাৎকারে শেয়ার করেছেন নীরজ পাণ্ডে।
গল্পে মূলত দেখা হবে একটি ছেলে ও একটি মেয়ে একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু পরিস্থিতির চাপে ও নিজেদের কৃতকর্মের জন্য তাঁরা আলাদা হয়ে যায়। এই গল্পে মূল চরিত্র দুটির অল্প বয়স এবং মধ্য বয়স দুই দেখানো হবে। কিন্তু এখন অনেক সময়ই দেখা যায়, একজন অভিনেতা বা অভিনেত্রীই দুটি বয়সের চরিত্রে অভিনয় করছেন। কন্তু এই ছবির ক্ষেত্রে তা হবে না। কেন পরিচালক অল্প বয়সে চরিত্র দুটি করার জন্য অন্য অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়েছেন সে কথা নিউজ 18 কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তাঁর মতে একজন মধ্যবয়স অভিনেতা বা অভিনেত্রীকে কম বয়সী করে দেখালে তা 'হাস্যকর' লাগে। পাশাপাশি তিনি এও জানান, তাঁর ছবিতে দুটো আলাদা আলাদা বয়সের জন্য তিনি আলাদা আলাদা অভিনেতাদের বেছে নিয়েছেন।
আরও পড়ুন: মুনাওয়ার-মেহজবীনের বিয়েতে সিলমোহর! ফারুকির পোস্টেই সামনে এল সত্যি
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নীরজ বলেন, 'আমরা গল্পের প্রয়োজনে এটি করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রযুক্তির অপব্যবহার এখন ডি-এজিং বাড়াচ্ছে। এই গল্পে কখনই প্রযুক্তি ব্যবহার করে অজয়কে কম বয়সী করে দেখালে তা মনোগ্রাহী হবে না। কিংবা ২১ বছর বয়সী হিসেবে টাবুর চরিত্রটিও হাস্যকর দেখাবে!'
ছবিতে, শান্তনু মহেশ্বরী এবং সাই এম মাঞ্জরেকরকে অজয় এবং টাবুর যুবক বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নীরজ জানান তরুণ অভিনেতাদের কাস্ট করার এই সিদ্ধান্ত প্রথম থেকেই নেওয়া হয়েছিল। পরিচালকের মতে, 'আমরা প্রথম দিন থেকেই এই বিষয়টা ভেবেই রেখেছিলাম যে, দুটি বয়সের চরিত্রে দু'জন আলাদা আলাদা অভিনেতাকে দেখা যাবে। যাতে গল্পের সঙ্গে তাঁদের চরিত্রটি খাপ খায় এবং আমি মনে করি, এতেই আসল সৌন্দর্য্য ফুটে উঠবে। মানুষ ২৪ বছরের পর আসতে আসতে বদলাতে থাকে। শারীরিক ভাবেও চেহারায় অনেক পরিবর্তিত আসে, তাই সবটা মাথায় রেখেই এটা করা।
আরও পড়ুন: ছেলের জন্যই আবার কাছকাছি? ‘রাও-খান হলিডে’-তে খোশ মেজাজে আমির-কিরণ
প্রসঙ্গত, ৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। 'অরন মে কাহা দম থা' ছবিটি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা হবে। ২০০০ সাল থেকে ২০২৩ অর্থাৎ ২৩ বছরের ওই দুটি মানুষের জীবন কোন খাতে বইল তাই দেখানো হবে গল্পে। প্যানোরামা স্টুডিওর পক্ষ থেকে ছবিটি প্রযোজনা করেছেন শীতল ভাটিয়া, নরেন্দ্র হিরাওয়াত এবং কুমার মাঙ্গত পাঠক। নির্মাতারা কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির এক ঝলক দেখানোর প্রস্তাব দিয়েছেন।
উল্লেখ্য, অজয় এবং টাবু এর আগে 'বিজয়পথ', 'হকিকত', 'তক্ষক', 'দৃশ্যম', 'গোলমাল এগেইন', 'দে দে পেয়ার দে', 'দৃশ্যম ২' এবং 'ভোলা'-সহ অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।