Franco Vaz: কাজ করতেন আরডি বর্মনের সহশিল্পী হিসাবে। অংশ নিয়েছেন বাপ্পি লাহিড়ির গানের আসরেও। চলে গেলেন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির সোনালি যুগের শিল্পী, ফ্রাঙ্কো ভাজ।
চলে গেলেন ফ্রাঙ্কো ভাজ
ফের সঙ্গীতজগতে শোকের ছায়া। নতুন বছরের শুরুতেই চলে গেলেন আরডি বর্মনের সহশিল্পী ফ্রাঙ্কো ভাজ (Franco Vaz)। শুধু সঙ্গীতশিল্পী হিসাবেই নয়, অভিনয়ের দুনিয়ারও চেনা মুখ আরডি বর্মনের ড্রামার। দীর্ঘদিন ধরেই একাধিক রোগে ভুগছিলেন, অবশেষে ৬৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ফ্রাঙ্কো ভাজ। আরও পড়ুন-প্রয়াত অভিনেতা রুবেল! নতুন ছবির প্রিমিয়ারে ঢোকার আগেই হৃদরোগ কাড়ল প্রাণ
ফ্রাঙ্কো ভাজের মৃত্যুর খবর, টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন লেখক চৈতন্য পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ফ্রাঙ্কো। শ্রোতা-দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে রাহুল দেব বর্মণের সহশিল্পী হিসাবেই। ১৯৭৮ সালে ‘কসমে ওয়াদে’ ছবিতে একসঙ্গে কাজের সুযোগ এসেছিল। তারপর আর পিছনে তাকাননি। আরডি প্রিয় পাত্র হয়ে ওঠেন অল্পদিনেই।
আরডি বর্মনের অসংখ্য হিট গানের পিছনে রয়েছেন ফ্রাঙ্কো। এই ড্রামবাদকের গুণমুগ্ধের সংখ্য়া কম ছিল না। শুধু আরডি বর্মন নয়, বাপ্পি লাহিড়ি, ইলাইয়ারাজা, উত্তম সিং-এর মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন ফ্রাঙ্কো। শাহরুখের দিল তো পাগল হ্যায় ছবির আইকনিক সোলো রিদমে ড্রাম বাজিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতে তৈরি হল শূন্যতা।