পরনে চেলির ধুতি, গায়ে লাল জামা, গলায় ফুলের মালা, কপালে কাজলের টিপ পরা এই খুদেকে চিনতে পারছেন? তিনি আর ছোট্টটি নেই এখন তিনি নায়ক। প্রথমে মডেলিং দিয়ে শুরু হলেও পরে অভিনয় জগতে পদার্পণ করেন। বড়পর্দা থেকে মেগা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। তাঁর অভিনয় দেখে দর্শকরা বারবারই মুগ্ধ হয়েছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই, তাঁর জীবনে বহুবার প্রেম এসেও তা ভেঙে গিয়েছে। চিনতে পারলেন তিনি কে?
ইনি হলেন রণজয় বিষ্ণু। বুধবার ইনস্টাগ্রামে নিজের অন্নপ্রাশনে দুটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আমি অনেক ভালো করে লক্ষ্য করে দেখেছি, আমার ছোটবেলায় যে কটা ছবি আছে .… সব ছবিতেই আমি ক্যামেরার বাঁদিকে তাকিয়ে থাকি, কেন কে জানে!!’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন স্বীকৃতি মজুমদার! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?
তাঁর এই ছবি দেখে নায়ককে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘ছোট বেলার আরও কিছু ছবি ভাগ করো কখনও।’ আর একজন লেখেন, ‘মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই বাঁদিকের কাঁধে বাচ্চাকে নিয়ে থাকেন কারণ ডান হাত টা কাজের আর আঁচলটা বাঁদিকে থাকে। তাই হয়ত পিকু বাবুর ওই দিকটা শ্রেয় লাগত।’ আর একজন লেখেন, ‘মিষ্টি বাচ্চা।’ আর একজন লেখেন, ‘মুখের মিলটা এখনও বোঝা যায়। কিউটনেসটা এখনও ধরে রাখতে পেরেছেন।’ অভিনেতার আর এক অনুরাগী লেখেন, ‘ওরে বাবা রে কী কিউট বাচ্চাটা, অবশ্য তুমি এখনও আগের মতোই কিউট আছো রণজয়।’
কাজের সূত্রে, বর্তমানে নায়ককে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এছাড়াও সম্প্রতি তাঁর ছবি 'রাস' মুক্তি পেয়েছে বড় পর্দায়। সব ক্ষেত্রেই তাঁর অভিনয় সমাদৃত।
আরও পড়ুন: অরিজিতা থেকে মানসী, অর্পিতা, রাজদীপ 'রাণী ভবানী’র স্টার কাস্ট নজর কাড়া! আর কে কে আছেন?
তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। নায়কের জীবনে অনেকগুলি প্রেম এসেছিল। কিন্তু নানা কারণে তা ভেঙে যায়। তাঁর সঙ্গে টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমের সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। তবে হঠাৎ তাঁদের মধ্যে বিচ্ছেদ আসে। তবে তার পর গুঞ্জন শোনা যায় তিনি নাকি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই প্রসঙ্গে নায়ক বা শ্যামৌপ্তি কেউই মুখ খোলেননি। তাঁরা সব সময় একে অপরকে ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন।