ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। অভিনয় জগতে পা রেখে একের পর এক ধারাবাহিকে নজরকাড়েন তিনি। তাঁর অভিনয়ের গুণে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে কেবল ধারাবাহিক নয়, বরং ওটিটিতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি। চলতি বছরেই বড় পর্দায় ডেবিউ সেরেছেন স্বীকৃতি। এবার খবর ফের মেগায় ফিরছেন তিনি! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে নায়িকাকে?
আরও পড়ুন: অরিজিতা থেকে মানসী, অর্পিতা, রাজদীপ 'রাণী ভবানী’র স্টার কাস্ট নজর কাড়া! আর কে কে আছেন?
বুধবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানেই তিনি জানান ফের মেগায় ফিরছেন তিনি। পাশাপাশি, ধারাবাহিকে তাঁকে কোন লুকে দেখা যাবে তাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন: নাটোরের মন্দির থেকে উধাও দেবী মূর্তি! তার মাঝেই যুবরাজের সঙ্গে 'ভবানী'র বিয়ে! ‘রাণী ভবানী’তে বড় চমক
স্বীকৃতি তাঁর স্টোরিতে একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করে নেন। সেখানে ঘিয়ে রঙের হলুদ পাড় ঢাকাই শাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কোঁকড়ানো চুল, কপালে চন্দনের টিপ, নাকে নোলক, গলায় মটর মালা পরে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। এই ভিডিয়োটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘সব সময় যেভাবে ভালোবেসেছেন, পাশে থেকেছেন এবারও তেমনটাই চাই আপনাদের থেকে। আজ রাতে দেখা হচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে।’
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, মাথায় মুকুট, পালকী চড়ে শোভাযাত্রায় 'রাণী ভবাণী' রাজনন্দিনী!
অর্থাৎ এর থেকে বোঝাই যায় যে নায়িকাকে এবার নতুন রূপে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই মেগার আগামী পর্বে তাঁর ঝলক দেখা গিয়েছে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'কলাবতী'। ধারাবাহিকে দেখা হয়েছে সে নাটোরের রাজার দত্তক পুত্র, নাটোরের যুবরাজ 'রামকান্ত'-এর প্রেমিকা।

কাজের সূত্রে স্বীকৃতি 'খেলাঘর' সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়ায় এসেছিলেন। তারপর কাজ করেছেন 'মেয়েবেলা'র মতো চর্চিত ধারাবাহিকেও। মাঝে টেলভিশন দুনিয়া থেকে কয়েক মাসের বিরতি নেন। তারপর আবারও ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার 'আলোর কোলে' ধারাবাহিকের হাত ধরে। এরপর নায়িকাকে সিরিজেও নজরকাড়তে দেখা যায়। চলতি বছরের মে মাসে মুক্তি প্রান্ত 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও মৌনাক ভৌমিকের সঙ্গে তাঁর নতুন ছবি আসছে।