ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অভিনেতা-অভিনেত্রীদের সিরিজ এবং সিনেমায় অভিনয় করতে দেখা নতুন কিছু নয়। তবে এবার যেন শুরু হয়েছে উল্টো পুরাণ। একের পর এক নায়িকা আবার ফিরে আসছেন ছোট পর্দায়। সন্দীপ্তা থেকে শ্রুতি, অনেকেই ইতিমধ্যে ফিরে এসেছেন ছোট পর্দায়, এবার ছোট পর্দায় ফিরতে চলেছেন ‘বাহামণি’ খ্যাত রণিতা দাস।
অভিনেত্রী যে ছোট পর্দায় ফিরবেন, সেই ব্যাপারে অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চললেও এই ব্যাপার নিয়ে কোনওদিন মুখ খোলেননি অভিনেত্রী। তবে এবার সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেল, সত্যি সত্যিই ছোট পর্দায় ফিরতে চলেছেন রণিতা। কোন চ্যানেলে, ধারাবাহিকের নাম কী?
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নায়িকা। স্টার জলসা সম্প্রচারিত এই নতুন ধারাবাহিকে রণিতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। যদিও ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গিয়েছে, নতুন ধারাবাহিকে এই জুটিকেই নাকি দেখতে পাবেন দর্শকরা।
এর আগে বিশ্বজিৎ অভিনয় করেছিলেন জি বাংলার ‘মালাবদল’ ধারাবাহিকে। চিরকালই বিশ্বজিৎ তাঁর ‘গুড বয় ইমেজ’ দিয়ে ভক্তদের মন জয় করেছেন। এক্ষেত্রেও তার অন্যথা হবে না বলেই মনে করছেন দর্শকরা। অভিনেতার এই ইমেজ আগামী দিনেও অভিনেতাকে সঙ্গ দেবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের, ‘মিস করছি…’, লিখলেন আমির
আরও পড়ুন: 'মাথায় হাত পড়ে গিয়েছে...', হঠাৎ কী নিয়ে মন খারাপ অনিন্দিতার?
অন্যদিকে ‘বাহামণি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতা। তবে দুজনে ভিন্ন ধারাবাহিককে অভিনয় করলেও এই দুই তারকার ফ্যান ফলোয়িং রয়েছে বিশাল। বোঝাই যাচ্ছে, এই দুই তারকাকে আগামী দিনে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
তবে ধারাবাহিকটির নাম অথবা সম্প্রচারের সময় এখনও জানা যায়নি। কী নিয়ে গল্প সেটাও জানা যায়নি। এখন একটি ধারাবাহিক কত দিন সম্প্রচারিত হবে তা নির্ভর করে টিআরপি তালিকার ওপর, আগামী দিনে যে ধারাবাহিকের টিআরপি তালিকা কম থাকবে তাকে সরিয়েই সম্প্রচারিত হবে এই নতুন তারকা জুটির নতুন ধারাবাহিক। কিন্তু সেটা কোন সিরিয়াল সেটা জানা যাবে আগামী দিনে।