1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2024, 11:22 AM ISTRanita Goswami
টেবিলের উপর রাখা একাধিক কেক। তারই একটা কেটে প্রথমে আবির চট্টোপাধ্যায়কে খাওয়াতে যান রাজ। তবে আবির প্রথমে কেকটি শুভশ্রীকে খাওয়ানোর অনুরোধ করেন, আর তখনই পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে কেক খাইয়ে দেন রাজ। সেসময় মুখে আঙুল পুরে সিটি দিতে থাকেন আবির।
রাজ চক্রবর্তীর জন্মদিনের সেলিব্রেশন
আজ ২১ ফেব্রুয়ারি, ৪৮-এ পা রাখলেন রাজ চক্রবর্তী। তবে তার কিছু আগেই উদযাপন করা হয়েছে রাজের জন্মদিন। আর সেটা রাজ-শুভশ্রীর আগামী ছবি 'বাবলি'র সেটে। রাজের পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'বাবলি'র শ্যুটিং শেষ। সেই শেষদিনেই কেক কেটে উদযাপন করা হয় রাজের জন্মদিন।
শুভশ্রীর ফ্যানক্লাবে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলের উপর রাখা একাধিক কেক। তারই একটা কেটে প্রথমে আবির চট্টোপাধ্যায়কে খাওয়াতে যান রাজ। তবে আবির প্রথমে কেকটি শুভশ্রীকে খাওয়ানোর অনুরোধ করেন, আর তখনই পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে কেক খাইয়ে দেন রাজ। সেসময় মুখে আঙুল পুরে সিটি দিতে থাকেন আবির।
এদিকে শুভশ্রীকে খাইয়ে তারপর সেই কেক নিজের মুখে পোড়েন রাজ। তারপর সেটি ফের পৌঁছোয় আবিরের কাছে। আবির কেক খাওয়ার পর আরও একটু কেক নিজে খেয়ে সৌরসেনীকে দেন পরিচালক। সৌরসেনীকেও সেই কেক ফের রাজকে খাইয়ে দিতে দেখা যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য কলাকুশলীরা তখন উল্লাস করছেন, বেশিরভাগ লোকজনের হাতেই তখন ক্যামেরা। কেউ আবার বললেন প্যাক আপ বলা হোক। পাশ থেকে আরেকজন বলে উঠলেন এখনও প্যাক আপ হয়নি তো…। আবার অনুরোধ হল, পাশের কেকটিও কেটে ফেলা হোক। রাজ বললেন…'কেটে দিচ্ছি'।