সদ্যই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন গায়ক তথা ইউটিউবার আবির বিশ্বাস। এদিন তাঁর বউভাতে হাজির ছিলেন সারেগামাপা খ্যাত রাহুল দত্ত সহ আরও অনেকেই। গানের সুরে সুরে বউভাতের সন্ধ্যা জমালেন তাঁরা সবাই মিলে।
আরও পড়ুন: কুপ্রস্তাব পেলে তার দোষ মহিলাদেরই? মমতা শঙ্কর বললেন, 'নিজের আত্নসম্মান মর্যাদা ধরে রাখলে...'
আবির বিশ্বাসের বউভাতের অনুষ্ঠান
এদিন গায়ক মৌসম মুখোপাধ্যায় আবির বিশ্বাসের বউভাতের সন্ধ্যার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে গান বাজনার আয়োজন করা হয়েছিল। স্ত্রীকে নিয়ে মঞ্চে ছিলেন আবির বিশ্বাস। সঙ্গে তাঁর বন্ধু তথা সারেগামাপা খ্যাত রাহুল দত্ত এবং গায়ক মৌসম মুখোপাধ্যায় ছিলেন। এছাড়া দেখা যায় রাহুলের বিশেষ বান্ধবী তথা অভিনেত্রী এবং ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত শ্রীতমা বৈদ্যকে। তাঁরা সকলে মিলে এদিন গান গান।
আরও পড়ুন: তেলুগুতে মুক্তির আগেই বিশ্বজুড়ে ৬৫০ কোটির গণ্ডি টপকে গেল ছাবা! ভারতে কত আয় করল ভিকির ছবি?
শ্রীতমাকে আগলে রেখে প্রেমের গান গান রাহুল। তাঁর সঙ্গে যোগ দেন মৌসম এবং আবির। শ্রীতমা এবং সুস্মিতাকে গানের সুরে সুরে নাচতেও দেখা যায়। দর্শকাশনে যাঁরা ছিলেন তাঁদের কেউ কেউ আবার নিজেদের সঙ্গীর সঙ্গে নাচ করেন। ফলে নাচে গানে যে এদিন আবিরের বউভাত তথা রিসেপশনের অনুষ্ঠান যে একেবারে জমে গিয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে মৌসম লেখেন, 'আবির দার বউভাতে আমরা সবাই একসঙ্গে।' ইতিমধ্যেই এই ভিডিয়ো ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। অনেকেই মন্তব্যও করেছেন।