টলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা সরকার। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করার পরেই রাহুল বন্দোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি। যদিও পড়ে বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল। তবে এখন নাকি শোনা যাচ্ছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে ছেলে সহজকে মানুষ করছেন।
রাহুল এবং প্রিয়াঙ্কার দুরত্ব কমে যাওয়ার মধ্যেই আচমকা শোনা গেল, প্রিয়াঙ্কা নাকি ঠিকানা বদল করতে চলেছেন। খুব স্বাভাবিকভাবেই এখানে উঠেছে প্রশ্ন। রাহুল এবং প্রিয়াঙ্কা তাহলে কি এবার একসঙ্গে থাকবেন? যদিও রাহুলের বাড়িতে প্রিয়াঙ্কা মাঝেমধ্যেই যান, অন্যদিকে প্রিয়াঙ্কা যেখানে ছেলে নিয়ে থাকেন, সেখানেও মাঝে মাঝে আসেন রাহুল।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
শুধু তাই নয়, প্রিয়াঙ্কার মায়ের বাড়িতেও মাঝেমধ্যে যাওয়া আসা রয়েছে রাহুলের। অন্যদিকে রাহুল নিজের মায়ের সঙ্গে থাকেন বিজয়গড়ে। তাহলে কি এবার বিজয়গড় হতে চলেছে প্রিয়াঙ্কার নতুন ঠিকানা? সব বাধা-বিপত্তি সরিয়ে রেখে এবার কি তাহলে আবার একসঙ্গে সংসার শুরু করবেন তাঁরা?
না, ব্যাপারটা আদৌ তা নয়। জানা গিয়েছে, ছেলের পড়াশুনোর জন্যই নাকি ঠিকানা বদল করতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। দক্ষিণ কলকাতার একটি আবাসনে আপাতত নিজের নতুন আস্তানা তৈরি করতে চলেছেন অভিনেত্রী। যদিও পুরোটাই হতে চলেছে ছেলের কারণে।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
সহজ যে স্কুলে পড়ে, সেখান থেকে প্রিয়াঙ্কার বাড়ির দূরত্ব অনেকটাই বেশি। প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসা করতে ভীষণ অসুবিধা হচ্ছে তাই স্কুলের পাশেই একটি নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছেন প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কার মায়ের বাড়ি বা রাহুলের বাড়ি যদি স্কুলের কাছাকাছি হতো সেক্ষেত্রেও ব্যাপারটা সহজ হত কিন্তু এক্ষেত্রে কারও বাড়িই স্কুলের কাছাকাছি নয়, তাই অগত্যা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে ছেলের স্কুলের জন্য নয়, এই মুহূর্তে যে আবাসনে নিজের নতুন ঠিকানা তৈরি করেছেন প্রিয়াঙ্কা, টালিগঞ্জের স্টুডিওপাড়া ভীষণ কাছাকাছি তাই সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।