প্রায়ই খবরে থাকেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনটা। এখন তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নিজের অনুরাগীদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করেন, তাঁদের নানান প্রশ্নের উত্তরও দেন। আর এখন তাই এক্স-এ ট্রেন্ড করছে #pzchat। অনেকেই তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ তাঁকে এই বয়সেও এত সুন্দর দেখানোর রহস্য জানতে চেয়েছেন। নিজের জীবনের রহস্য ফাঁস করতে গিয়ে অনুরাগীদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন প্রীতি। কথা প্রসঙ্গেই এসে পড়ে প্রীতির প্রথম ভালোবাসার কথা। অভিনেত্রী জানিয়েছেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর প্রথম ভালোবাসার। যা শুনে মন খারাপ হয়ে যায় প্রীতি অনুরাগীদের।
ঠিক কী বলেছেন প্রীতি?
এক নেটিজেন প্রীতি জিনটাকে ট্যাগ করে লেখেন, ‘ম্যাম, আমি আপনার ছবি কাল হো না হো যতবার দেখি, আমি শিশুর মতো কাঁদতে শুরু করি। আপনি নয়না ক্যাথরিন কাপুরের চরিত্রটি দুর্দান্তভাবে অভিনয় করেছেন। এর থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে ভালবাসাকে কখনও কখনও দূরেও যেতে দিতে হয়।’ এরই উত্তরে প্রীতি লেখেন, ‘হ্যাঁ, আমিও যখন এটা দেখি তখন কেঁদে ফেলি। শুটিংয়ের সমওয় কেঁদেছি আমার প্রথম ভালোবাসা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই এই ছবিটি আমাকে সবসময় অন্যভাবে আঘাত করে। এই ছবির বেশির ভাগ দৃশ্যেই সব অভিনেতা-অভিনেত্রী স্বাভাবিক ভাবেই কেঁদেছেন। আর আমনের মৃত্যুর দৃশ্যে শ্যুটিংয়ের সময় ক্যামেরার সামনে ও পিছনে কাঁদছিলেন সবাই।’

তবে এরপরই কথায় কথায় এক অনুরাগী প্রীতিকে তাঁর সৌন্দর্য নিয়ে প্রশ্ন করেন। একজন লেখেন,'ম্যাম, এই বয়সেও আপনি এত সুন্দর কীভাবে? এর উত্তরে মজার ছলে প্রীতি বলেন, ‘আমি এবিষয়ে কিছু জানি না, কিন্তু... আমি দেখতে কেমন এবং আমার বয়স প্রতিদিন শহরে আলোচনায় থাকে! আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি মনে করি আমার মস্তিষ্ক আমার মুখের চেয়েও ভালো।’

প্রীতি আরও লেখেন, ‘আমি এটাকে প্রশংসা হিসাবেই গ্রহণ করছি। তবে এভাবে পুরুষদের কখনওই জিগ্গেস করা হয় না যে তাঁরা তাঁদের বয়সে কতটা ভালো দেখতে লাগে, কেবল তাঁদের কৃতিত্বগুলি উদযাপন করা হয়, তবে যতদূর আমি জানি মহিলাদের নিয়ে আলোচনা কখনওই বয়স এবং মুখকে অতিক্রম করে না এবং দুঃখজনকভাবে তাঁদের কৃতিত্বগুলি খুব কমই উল্লেখ করা হয়! তবে তোমাকে আমি অনেক ভালোবাসা পাঠাচ্ছি কারণ তোমার উদ্দেশ্য অসৎ ছিল না!’