দেশের সমস্যা হোক বা অর্থনৈতিক সমস্যা প্রত্যেক বিষয় নিয়েই খোলামেলা কথা বলতে দেখা যায় বলি অভিনেত্রী প্রীতি জিন্টাকে। সম্প্রতি X হ্যান্ডেলে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মীদের নীরবতা প্রসঙ্গে কথা বললেন তিনি।
কিছুদিন আগে X হ্যান্ডেলে অভিনেত্রীর আয়োজিত একটি AMA সেশনে ভক্তদের সঙ্গে কথোপকথন চলাকালীন উঠে আসে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। ভারত সরকারের প্রশংসার পাশাপাশি যখন সহকর্মীদের নীরব থাকার প্রসঙ্গ আসে, তখন নাম উল্লেখ না করেই এই বিষয় নিয়ে নিন্দা প্রকাশ করেন অভিনেত্রী।
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
চ্যাট চলাকালীন এক ভক্ত যখন প্রীতিকে জিজ্ঞাসা করেন, ‘আপনার একাধিক সহকর্মীরা পহেলগাঁও জঙ্গি হামলায় কথা বললেও অপারেশন সিঁদুর প্রসঙ্গে অনেকেই চুপ রয়েছেন। আপনি ভারতের পক্ষে কথা বললেও অনেক বলি তারকা রয়েছেন যারা একেবারে নিশ্চুপ। এই প্রসঙ্গে আপনার মতামত কি?’
ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমি সবার কথা বলতে পারি না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানান। তবে একজন ফৌজি ঘরের সন্তান হওয়ার সুবাদে এই ব্যাপারগুলি আমার খুব হৃদয়ের কাছের। একজন সেনার ঘাম, রক্ত, চোখের জল সবকিছুই খুব কাছ থেকে দেখেছি আমি। আমার তো মাঝে মাঝে মনে হয় সেনাদের থেকে আরও বেশি শক্তিশালী পরিবারের সদস্যরা।’
প্রীতি লেখেন, ‘আপনি কী কখনও সেই সমস্ত মায়েদের দেখেছেন, যারা দেশের জন্য নিজেদের সন্তানকে বর্ডারে পাঠান? সেই সমস্ত স্ত্রী, যারা স্বামীর হাসি দেখতেই পান না অনেক সময়, সেই সমস্ত সন্তানদের দেখেছেন যারা বাবাকে হয়তো কোনওদিন পাবেই না। অন্যদের মতামত বা বক্তব্য যাই হোক না কেন ,এই মানুষদের জীবন কখনও পাল্টাবে না। তাই আমি চাই ঈশ্বর সকলের মঙ্গল করুন যারা দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন।’
প্রীতি সহকর্মীদের নাম না উল্লেখ করলেও ভক্তরা না উল্লেখ করেই এই ব্যাপারটি নিয়ে সোচ্চার হয়েছেন। একজন লিখেছেন,' উদাহরণ স্বরূপ: আমির খান, সালমান খান, ইত্যাদি।' দ্বিতীয় একজন লিখেছেন,' এটি বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানানোর বিষয় নয়। আমি একজন ফৌজি পরিবারের সদস্য না হয়েও এই প্রসঙ্গে সোচ্চার হব।'
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
প্রীতির এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছেন, ‘ম্যাডাম, বলিউডের অন্দরে কিছু খান, কিছু কাপুর, কিছু বচ্চন রয়েছেন যারা এই সময় ভিন্নমত পোষণ করেন।’ বেশ কয়েকজন X ব্যবহারকারী আবার কমেন্ট সেকশনে আমির খান, শাহরুখ খান এবং সালমান খানকে ট্যাগ করেছেন।