২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘তারে জামিন পার’। ১৮ বছর পর বড় পর্দায় মুক্তি পাবে ‘তারে জামিন পার’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জামিন পার’। এর মধ্যেই সিনেমার প্রথম ছবি মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়া। এবার মুক্তি পেল ট্রেলার।
আজ অর্থাৎ ১৩ মে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জামিন পার’ সিনেমার ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই বিন্দুমাত্র অপেক্ষা না করে তা দেখে ফেলেন রীতেশ। শুধু তাই নয়, X হ্যান্ডেলে ট্রেলার দেখার পর তাঁর প্রতিক্রিয়াও জানান।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
মঙ্গলবার ছবির ট্রেলার মুক্তি পেতেই X হ্যান্ডেলে রীতেশ লেখেন, ‘অসাধারণ।’ বলাই বাহুল্য, রীতেশের স্ত্রী জেনেলিয়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন এবং প্রযোজনা করেছেন আমির খান ও কিরণ রাও। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়।
প্রসঙ্গত, আমির খান প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমার ফাস্ট লুক দেখেই কিছুটা চমকে গেছেন দর্শকরা। ছবিতে আমির খানের সঙ্গে ১০ জন নবাগত অভিনেতাদের দেখতে পাওয়া গিয়েছিল যাদের মধ্যে রয়েছেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
উল্লেখ্য, এই সিনেমায় আমির খানের চরিত্র একেবারে অন্যরকম। একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে আগের পর্বে যেমন মানুষ শুধুই কেঁদেছে, এই পর্ব মানুষকে হাসাবেও। ১৮ বছর পর আমির খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দর্শিল সাফারিকে। আপাতত ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।