‘বলিউডের আদর্শ দম্পতি’ একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। ছেলে আরহানকে নিয়ে ছিল তাঁদের সুখের সংসার। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন আরবাজ-মালাইকা। এরপর বিদেশি জর্জিয়ায় মন মজেছিল সলমনের ভাইয়ের। ভালোই চলছিল সবকিছু। গত ডিসেম্বরের গোড়াতেই ছন্দপতন। জর্জিয়া জানান, তাঁদের পথ আলাদা হয়েছে। এরপর আবার আর মাস ঘোরবার আগেই বিয়ের পিঁড়িতেও বসে পড়েন আরবাজ! পাত্রী মেকআপ আর্টিস্ট সুরা খান।
আরবাজের থেকে সুরা ২৫ বছরের ছোট, তবে তাতে কি! এই সম্পর্কে আপাতত কোনও প্রেমের অভাব নেই। বয়সে অনেক ছোট স্ত্রী সুরার প্রেমেই আপাতত হাবুডুবু খাচ্ছেন আরবাজ। সুরার সঙ্গে সলমনের ভাইয়ের মধুচন্দ্রিমা যেন শেষই হচ্ছে না। বিয়ের পরের মধুচন্দ্রিমা শেষে ফের একবার দ্বিতীয় ক্ষেপে বেড়াতে গিয়েছিলেন আরবাজ-সুরা। প্রেমের মাস বলে কথা! তারপর মুম্বইতেও ফিরেও রোম্যান্টিক মেজাজে ধরা পড়েছেন এই দম্পতি। কফি ডেটে গিয়ে স্বামীর পর সুরা যে প্রশ্ন ছুঁড়ে দেন, তা শুনে লজ্জায় জিভ কাটছেন নেট নাগরিকরা।
আরবাজকে সুরা আরবাজকে 'মিস্টার A' সম্বোধন করে প্রশ্ন করে বসেন, ‘চা, কফি নাকি আমি?’ সুরার লেখা এই ইনস্টাস্টোরি দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার। নেটিজেনরা মশকরা করতে ছাড়ছেন না।
আরও পড়ুন-বয়স মাত্র ১৯, প্রয়াত আমির খানের ‘দঙ্গল’ কন্যা 'ববিতা' সুহানি ভাটনাগর
আরও পড়ুন-‘আমি আসলে ভ্যাম্পায়ার, রক্তচোষা পিশাচ’! হঠাৎ কেমন এমন বললেন অভিনেত্রী রিমঝিম?