‘রিমলি’, ‘পিলু’, ‘কপালকুণ্ডলা’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করার পর অবশেষে বাংলাদেশের ছবি ‘প্রিয়তমা’ সিনেমার হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ইধিকা। তবে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘খাদান’ ছবি মুক্তির পর।
‘খাদান’ ছবির মাধ্যমে টলিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ইধিকা পাল। এক কথায় বলা চলে, দেবের বিপরীতে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু আপনি কি জানেন, দেবের আগেও টলিউডের অন্য এক সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছিলেন ইধিকা। তিনি কে?
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী এবং ইধিকা পাল অভিনীত ‘বহুরূপ’। ‘বহুরূপ’ ইতিমধ্যেই বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। বহুদিন বাদে সোহমের কামব্যাক লুক দেখে উচ্ছসিত দর্শকরা, পাশাপাশি ইধিকাও সমানতালে অভিনয় করেছেন সোহমের সঙ্গে।
তবে ‘বহুরূপ’ ছবির প্রচারে কিছুদিন আগে টিভি নাইন ডিজিটালকে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহম চক্রবর্তী জানান, দেব নয় বরং তাঁর সঙ্গেই প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ করার কথা ছিল ইধিকার। তাহলে সেই ছবি মুক্তি পেল না কেন?
সাক্ষাৎকার দিতে গিয়ে সোহম বলেন, ‘বহুরূপ ছবির আগে আমার সঙ্গে ইধিকার আরও একটি কাজ হয়েছে। কিন্তু কিছু টেকনিকাল সমস্যার কারণে ছবিটি আটকে ছিল, ঠিক সেই সময় ‘খাদান’ ছবির অফার আছে ওর কাছে।’
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
সোহম আরও বলেন, ‘আমার ছবিটি তখন মাঝপথে আটকে ছিল তাই আমার কোম্পানির থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ও ‘খাদান’ ছবিতে অভিনয় করতে যায়। তাই ‘বহুরূপ’ নয়, ইধিকা আগেই আমার সঙ্গে অন্য একটা ছবিতে অভিনয় করেছিল। আমার সঙ্গেই প্রথম সিনেমার রিলিস হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি।’
প্রসঙ্গত, ‘বহুরূপ’ ছবির পর আপাতত ইধিকা ব্যস্ত ‘রঘু ডাকাত’ ছবির প্রমোশনে। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। এই সিনেমায় দেব-ইধিকা ছাড়া অভিনয় করবেন রুপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য। এই মুহূর্তে ছবির প্রচারে বিভিন্ন জেলায় যাচ্ছেন ছবির কলাকুশলীরা।