কিছুদিন আগেই ৯০ তম জন্মদিন পালন করেছিলেন। ২৩ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন শ্যাম বেনেগাল। অঙ্কুর, নিশান্ত সহ একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে এদিন শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন : খাদানের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও দেব ম্যাজিকে ভেসে বললেন, 'এই ছবি জরুরি'
আরও পড়ুন : ১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টপকে গেল আল্লু অর্জুনের ছবি! ভারতে কত আয় করল পুষ্পা ২?
শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, ' শ্যাম বেনেগালের মৃত্যুর খবর পেয়ে গভীরভাবে শোকাহত। ওঁর গল্প বলার ধরন ভারতীয় সিনেমায় গভীরভাবে ছাপ ফেলেছিল। মানুষের মনে আজীবন থেকে যাবে ওঁর কাজ।'
আরও পড়ুন : ১২ জনের জুরিতে নজর কাড়লেন পরম, ফের সৃজিতের টিজারে ধামাকা, সত্যি বলে সত্যি কিছু নেই রিমেক?
একই সঙ্গে এদিন নরেন্দ্র মোদী পরিচালকের পরিবারের উদ্দেশ্যেও দেন বিশেষ বার্তা। লেখেন, 'পরিবার এবং ওঁর অনুরাগীদের সমবেদনা। ওম শান্তি।'
বিশাল ঠাকরে থেকে শুরু করে আরও অনেকেই প্রধানমন্ত্রীর এই পোস্টে সমবেদনা জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন।
শ্যাম বেনেগালের প্রয়াণ
এদিন পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন । তিনি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে আজই প্রয়াত হয়েছেন শ্যাম বেনেগাল। বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
আরও পড়ুন : 'পেয়ারেলালের প্যারালাইসিস হয়ে গেছে শুনে!', দুই শালিক খ্যাত নন্দিনীর গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া!
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এক বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে কাজের জগতে প্রবেশ করেন তিনি । ১৯৫৯ সালে সেখানে যোগ দেন। এরই ১৯৬২ সালে বানান তাঁর প্রথম তথ্যচিত্র। সেই ছবির নাম ঘের ব্যায়টা গঙ্গা। ১৯৩৪ সালে তিনি ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। হায়দরাবাদের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তিনি। বিনোদনের জগতে হয়ে ওঠেন অপর শো ম্যান । মন্থন, মুজিব, মান্ডি, কলিযুগ, ত্রিকাল, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন তিনি।