বলিউড অভিনেত্রী কাজল তাঁর 'মা' ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন। সদ্য মুক্তি পাওয়া এই পৌরাণিক ছবিটি শুরুতে দারুণ ব্যবসা করেছিল। তবে সাপ্তাহিক ছুটি শেষ হতেই আয় কমে গেছে। এ ছবিতে ভিন্ন রূপে দেখা মিলেছে কাজলের। প্রথমবারের মতো তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন যা দর্শকদের ভালো লেগেছে। বক্স অফিসের কথা বললে, ছবিটি সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছিল। কিন্তু এখন আয়ে বেশকিছুটা ধস নেমেছে।শুক্রবার (২৭ জুন) মুক্তি পাওয়া 'মা' ছবিটি প্রথম দিনে আয় করেছে ৪.৬৫ কোটি টাকা। দ্বিতীয় দিন শনিবার ৬ কোটি ও রবিবার ৭ কোটি টাকা আয় করে ছবিটি। তবে সপ্তাহের ছুটি শেষে সোমবার ছবির আয় ৬৮শতাংশ হ্রাস পেয়েছে। Sacnilk.com প্রতিবেদন অনুযায়ী মুক্তির চতুর্থ দিন অর্থাৎ সোমবার ছবিটি আয় করেছে মাত্র ২.২৫ কোটি টাকা। অর্থাৎ কাজল অভিনীত 'মা সিনেমাটি এখন পর্যন্ত মোট ১৯.৯০ কোটি টাকা আয় করেছে। পৌরাণিক নাটক মা হল সাইউইন কোয়াড্রাস রচিত এটা একটা পৌরাণিক নাট্য চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, যিনি ‘ছোড়ি’র মতো ছবি বানিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রণিত রায় এবং খেরিন শর্মা। এই ছবিতে কাজলকে কালীর অবতারে দেখা যায়। মেয়েকে বাঁচাতে কালীর রূপ ধারণ করবে অভিনেত্রীর চরিত্রটি। কাজলকে এর আগে কখনও এমন প্রজেক্টে দেখা যায়নি। তবে এই ছবিতে অভিনয় করে চমক দিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয় উপভোগ করছেন দর্শকরা। ৬৫ কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ২০ কোটি টাকা।