বাংলা নিউজ > বায়োস্কোপ > Loksabha Election: লোকসভা নির্বাচনে এবার বিজেপির তুরুপের তাস ভোজপুরি অভিনেতারা! প্রার্থী হলেন কোন ৪ জন?
পরবর্তী খবর
Loksabha Election: লোকসভা নির্বাচনে এবার বিজেপির তুরুপের তাস ভোজপুরি অভিনেতারা! প্রার্থী হলেন কোন ৪ জন?
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 11:27 PM ISTSubhasmita Kanji
Loksabha Election: এবারের লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। দিন না জানা গেলেও বিজেপির তরফে তাঁদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হল। আর সেখানেই জায়গা করে নিয়েছেন ৪ ভোজপুরি অভিনেতা।
২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোজপুরি অভিনেতাদের ভিড়!
লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে উঠেছে। যদিও এখনও পর্যন্ত দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে তার আগেই বিজেপির তরফে প্রকাশ্যে আনা হল তাদের প্রথম প্রার্থী তালিকা। আর সেখান থেকেই জানা গেল এবার ৪ জন ভোজপুরি অভিনেতা প্রার্থী হচ্ছেন বিজেপির তরফে।
বিজেপির হয়ে ৪ ভোজপুরি অভিনেতা লড়বেন লোকসভা নির্বাচনে
এবারের লোকসভা নির্বাচনে ৪ ভোজপুরি অভিনেতা লড়াই করছেন। এরা হলেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব এবং পবন সিং। ইতিমধ্যেই পবন সিংয়ের প্রার্থী হওয়া নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। অনেকেই মানতে পারছেন না তাঁকে বাংলার আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় তো ইতিমধ্যেই গোটা বিষয়ে বিরোধিতা করেছেন।
প্রসঙ্গত রবি কিষাণ ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোরখপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছিলেন। তাঁকে অনেকে আবার ভোজপুরি সিনেমার অমিতাভ বচ্চন বলেও ডাকেন। একাধিক বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সদ্য মুক্তি পাওয়া লাপাতা লেডিজ ছবিতেও আছেন তিনি। কেবল বলিউড বা ভোজপুরি না, তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।
অন্যদিকে মনোজ তিওয়ারি ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তর পূর্ব দিল থেকে লড়েছিলেন এবং জিতে ছিলেন। এবার যদি জিততে পারেন তাহলে টানা তিন বার ধরে জিতবেন তিনি।
তবে দীনেশ লাল যাদব ২০১৯ এর নির্বাচনে লড়লেও জিততে পারেননি। অন্যদিকে পবন সিং এই প্রথমবার নির্বাচনে লড়বেন। এখনও তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেনি। তবে আশা করা হচ্ছে শত্রুঘ্ন সিনহাই ওই কেন্দ্র থেকে লড়বেন তাঁদের হয়ে। ফলে সেখানে যে পবন সিংকে কড়া প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।